Thursday, January 16, 2025
বাড়িবিশ্ব সংবাদকম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা সোখার ২৭ বছর কারাদণ্ড

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা সোখার ২৭ বছর কারাদণ্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ মার্চ: কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাষ্ট্রদ্রোহের এক মামলায় দোষী সাব্যস্ত করে তাঁকে এ সাজা দেওয়া হয়েছে। এদিকে কেম সোখাকে সাজার ঘটনাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে বিশ্বের নানা দেশ।কেম সোখা বর্তমানে নিষিদ্ধ কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক প্রেসিডেন্ট। ২০১৭ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী কেম সোখা ২৭ বছর গৃহবন্দী থাকবেন। এ ছাড়া তিনি রাজনীতি ও নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন। আর তাই কেম সোখা জুলাইয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না।ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হান সেনের সরকার সরাতে বিদেশিদের সঙ্গে যোগসাজশ করেছেন, এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন কেম খোসা।সোখার আইনজীবী জানিয়েছেন, তাঁরা আপিল করার পরিকল্পনা করছেন।২০১৭ সালের সেপ্টেম্বরে এক রাতে অভিযান চালিয়ে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হয় কেম খোসাকে। এরপর তাঁর নেতৃত্বাধীন সিএনআরপি দলটি বিলুপ্ত হয়ে যায়। দেশটির দীর্ঘদিনের শাসক ও প্রধানমন্ত্রী হুন সেনের সরকার দলটিকে নিষিদ্ধ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য