Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদ৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৪ ফেব্রুয়ারি: ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের উত্তরাঞ্চলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর জাকার্তা পোস্ট।ইএমএসসি দেওয়া তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ১০০ কিলোমিটার।তবে ইন্দোনেশিয়ায় গত রাতের ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো হিসাব এখনো জানা যায়নি।এর আগে চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে চারজনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর পর থেকেই ওই অঞ্চলে প্রায় ৬ হাজারবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।গতকাল ভোরে তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগের দিন নেপালের পশ্চিমাঞ্চলের সুদূর পশ্চিম প্রদেশের বাজুরা শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য