Thursday, July 24, 2025
বাড়িবিশ্ব সংবাদঠিক সময়ে অফিস না ছাড়লে বন্ধ হবে সফটওয়্যার

ঠিক সময়ে অফিস না ছাড়লে বন্ধ হবে সফটওয়্যার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২২ ফেব্রুয়ারি: অফিসের কর্মীদের কাজ ও জীবন যাপনের ক্ষেত্রে স্বাস্থ্যকর ভারসাম্য নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টি মাথায় রেখেই ভারতের ইন্দোরের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অভিনব কর্মকৌশল গ্রহণ করেছে।কর্মীদের যথাসময়ে অফিসত্যাগ নিশ্চিত করতে একটি সফটওয়্যার তৈরি করেছে সফটগ্রিড কম্পিউটারস নামের প্রতিষ্ঠানটি। এই সফটওয়্যার কর্মীদের কাজের পালা কখন শেষ হচ্ছে এবং কখন অফিস ত্যাগ করতে হবে, তা জানিয়ে দেবে।সফটগ্রিডের সফটওয়্যারটির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে যুক্ত আছে নোটিফিকেশন বা বার্তা দেওয়ার সুবিধা। কোনো কর্মীর কাজের সময় শেষ হলে তাঁর কাছে বার্তা চলে যাবে। এরপর তাঁকে সতর্ক করে বলা হবে, ১০ মিনিটের মধ্যে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে। দ্রুত কর্মীকে বাড়ি যেতে নির্দেশ দেবে সফটওয়্যারটি।সারা বিশ্বে কর্মীদের স্বাস্থ্য ও সম্পর্কের ওপর দীর্ঘ কর্মঘণ্টার বিরূপ প্রভাবের বিষয়টি নানা গবেষণায় উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালে সতর্ক করে বলেছিল, সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করছে, এমন ব্যক্তিদের ৩৫ শতাংশের স্ট্রোকের ঝুঁকি বাড়ে। হৃদ্‌রোগে মৃত্যুর আশঙ্কাও ১৭ শতাংশ বেড়ে যায়।বার্তা সংস্থা এএনআইকে সফটগ্রিড কম্পিউটারসের প্রধান নির্বাহী অজয় গোলানি বলেন, ‘আমাদের সফটওয়্যারটি চালু করার উদ্দেশ্য হচ্ছে কর্মীদের কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করা। এতে কর্মীরা তাঁদের পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন।’সফটগ্রিড কম্পিউটারসের কর্মী থানভি খান্দেলওয়াল সম্প্রতি তাঁর কম্পিউটারে অফিসত্যাগের সতর্কবার্তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর দ্রুত সেটি ছড়িয়ে পড়ে।পোস্টটিতে চার লাখের বেশি লাইক পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া পোস্টে খান্দেলওয়াল লিখেছেন, ‘অফিসে বিশেষভাবে বার্তা দিয়ে বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়। অফিসের সময় শেষ হয়ে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে, এমন সতর্কবার্তা দেওয়া হয়।’খান্দেলওয়াল আরও বলেন, ‘অফিসের সময়ের পর আর কোনো ফোনকল বা ই–মেইল আসবে না। এটা দারুণ না?’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!