Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদএক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আটক করেছে তালেবান

এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আটক করেছে তালেবান

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ ফেব্রুয়ারি: এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আটক করেছে আফগান তালেবান। দেশটির স্থানীয় একটি গণমাধ্যম এ তথ্য দিয়েছে।আটক ব্যক্তির নাম আবদুল রহিম। তিনি মূলত আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের বাসিন্দা। তাঁকে গত বৃহস্পতিবার আটক করা হয়।পশ্চিমা-সমর্থিত সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন আবদুল রহিম। স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির রিপোর্টারলি নামের সংবাদমাধ্যম জানায়, তালেবান সদস্যরা ১২ ফেব্রুয়ারি দেশটির আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আটক করে। তাঁর নাম ইমরান আহমাদজাই।স্থানীয় সূত্র জানায়, তালেবানবিরোধী প্রচারণার অভিযোগে ইমরান আহমাদজাইকে তাঁর কাবুলের বাসা থেকে আটক করা হয়।ফেসবুকে ইমরান আহমাদজাইয়ের ২৩ হাজারের বেশি অনুসারী রয়েছে। তিনি তাঁর ফেসবুকে ৮ ফেব্রুয়ারি সর্বশেষ ভিডিওটি পোস্ট করেছিলেন।সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়—এমন আফগান নাগরিকদের আটক বা গ্রেপ্তার অব্যাহত রেখেছে দেশটির ক্ষমতাসীন তালেবান।একই সঙ্গে যেসব আফগান দেশটির আগের সরকারে কাজ করেছিলেন, তাঁদেরও বিরুদ্ধেও ধরপাকড় চলছে।২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা আবার দখল করে তালেবান। তালেবান ক্ষমতা দখলের পর দেশটির আগের সরকারের বিভিন্ন বাহিনীর সাবেক সদস্যদের তারা গ্রেপ্তার শুরু করে। তাঁদের নির্যাতন, এমনকি হত্যা করারও অভিযোগ রয়েছে তালেবানের বিরুদ্ধে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য