Friday, March 29, 2024
বাড়িখেলা৯ দিনেও মেলেনি আতসুর খবর, মিলেছে তাঁর জুতা

৯ দিনেও মেলেনি আতসুর খবর, মিলেছে তাঁর জুতা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৫ ফেব্রুয়ারি: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর কেটে গেছে ৯ দিন। এখনো উদ্ধার করা যায়নি ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে। সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে এ তথ্য জানিয়েছেন আতসুর এজেন্ট। এর আগে ঘানার রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আতসুকে।তুরস্কের দক্ষিণাঞ্চলের প্রদেশ হাতাই থেকে নাকি তাঁকে উদ্ধার করা হয়। তবে আতসুর এজেন্ট নানা সেকেরে জানিয়েছেন ভিন্ন কথা। তাঁর দাবি, আতসুর কক্ষ ও জুতা শনাক্ত করতে পারলেও এখনো মেলেনি ঘানাইয়ান ফুটবলারের খবর।৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প তুরস্কে আঘাত হানে। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

নিখোঁজ আতসুর এজেন্ট বলেছেন, ‘আমরা এখনো আতসুকে খুঁজে পাইনি। আমি এখন আতসুর পরিবারের সঙ্গেই আছি। এখানে যা হচ্ছে, তা কল্পনাও করা কঠিন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার জন্য আমাদের হৃদয় বেদনায় সিক্ত। আতসুর থাকার কক্ষটি ঠিক কোথায়, সেই জায়গা শনাক্ত করতে পেরেছি। তাঁর দুই জোড়া জুতা খুঁজে পেয়েছি। থার্মাল ইমেজিং ক্যামেরার মাধ্যমে পাঁচজনের বেশি মানুষ এখনো ওখানে বেঁচে আছে, এমন ইঙ্গিত নাকি পাওয়া গেছে। গতকাল আমাদের এটা জানানো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা আতসুকে খুঁজে পাচ্ছি না।’নিউক্যাসল ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার আতসু সৌদি ক্লাব আল রায়েদ ছেড়ে গত বছরের সেপ্টেম্বরে তুর্কি সুপার লিগের ক্লাব হাতাইস্পোরে যোগ দেন। তুরস্কের এই ক্লাব আতসুকে খুঁজে পেতে সাহায্য করছে না বলেও অভিযোগ করেছেন আতসুর এজেন্ট, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা আতসুর ক্লাবকে পাশে পাচ্ছি না। এখানে তাদের অবস্থান, প্রভাব, জানাশোনা আমাদের যথেষ্ট সাহায্য করতে পারত।’আতসুর সঙ্গে ওই বিল্ডিংয়ে ছিলেন হাতাইস্পোরের আরও কয়েক ফুটবলার ও ম্যাচ অফিশিয়াল। ক্লাব পরিচালককেও এখনো খুঁজে পাওয়া যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য