Wednesday, July 23, 2025
বাড়িবিশ্ব সংবাদফের অজ্ঞাত উড়ন্ত বস্তু গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

ফের অজ্ঞাত উড়ন্ত বস্তু গুলি করে নামাল যুক্তরাষ্ট্র

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৩ ফেব্রুয়ারি: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবার অষ্টভুজাকৃতির একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুকে গুলি করে নামিয়েছে।সন্দেহভাজন চীনা নজরদারি বেলুন যুক্তরাষ্ট্র ও কানাডার নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্কাবস্থায় থাকতে বাধ্য করার পর থেকে প্রায় এক সপ্তাহের মধ্যে উত্তর আমেরিকায় এই নিয়ে চতুর্থ উড়ন্ত বস্তু গুলি করে নামানোর ঘটনা ঘটল।রোববার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় হুরন হ্রদের উপরের আকাশ থেকে বস্তুটিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নামানো হয় বলে পেন্টাগন জানিয়েছে।এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের আকাশসীমা সুরক্ষার দায়িত্বে থাকা বিমান বাহিনীর জেনারেল গ্লেন ভ্যানহার্ক জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী সর্বশেষ তিনটি উড়ন্ত বস্তু কী ছিল, তারা কীভাবে শূন্যে ভেসে ছিল অথবা সেগুলো কোথা থেকে আসছে তা শনাক্ত করতে পারেনি।

নর্থ আমেরিকান এয়ারোস্পেস ডিফেন্স কমান্ডের (এনওআরএডি) প্রধান ভ্যানহার্ক বলেন, “আমরা এগুলোকে বস্তু বলছি, বেলুন বলছি না, এর কারণ আছে।”   বহির্জগত থেকে আসার সম্ভাবনা তিনি বাতিল করছে কিনা, এমন প্রশ্নে তিনি জানান, তিনি কোনো কিছুই বাতিল করছেন না।  “আমি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায় ও প্রতিগোয়েন্দা সম্প্রদায়কে এটি বের করতে দিবো,” বলেছেন তিনি।পরে যুক্তরাষ্ট্রের আরেকজন প্রতিরক্ষা কর্মকর্তা পরিচয় না প্রকাশ করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বস্তুগুলো বহির্জগত থেকে এসেছে এমন কোনো প্রমাণ দেখেনি সামরিক বাহিনী। দাপ্তরিক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে একটি মার্কিন এফ-১৬ জঙ্গি বিমান স্থানীয় সময় বিকাল ২টা ৪২ মিনিটে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের লেক হুরনের আকাশ থেকে বস্তুটিকে ক্ষেপণাস্ত্র মেরে নামায়।

বস্তুটি কোনো সামরিক হুমকি সৃষ্টি না করলেও ২০ হাজার ফুট উপর দিয়ে চলতে থাকায় এর কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যাহত হতে পারত আর এটির নজরদারি সক্ষমতা থাকার সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন তিনি।পরিচয় না প্রকাশ করার শর্তে যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা জানিয়েছেন, বস্তুটি গঠনে অষ্টভুজাকৃতির বলে মনে হয়েছিল, এটি থেকে অনেকগুলো তার ঝুলে থাকলেও ভেতরে কোনো কিছু রাখার জায়গা ছিল না।পেন্টাগন জানিয়েছে, এই বস্তুটিকে সম্প্রতি মন্টেনার আকাশে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছে শনাক্ত হওয়া আরেকটির মতো একইরকম বলে মনে করা হচ্ছে। এসব বস্তু শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল।সর্বশেষ বস্তুটি হুরন হ্রদে পড়েছে এবং এর বিষয়ে বিস্তারিত জানার জন্য মার্কিন সামরিক বাহিনী তা উদ্ধার করার চেষ্টা করছে বলে ভ্যানহার্ক সাংবাদিকদের জানিয়েছেন। বস্তুটি কানাডার জলসীমায় পড়ে থাকতে পারে বলে জানিয়েছে তিনি।এই ঘটনায় সম্প্রতি উত্তর আমেরিকার আকাশে দেখা দিতে থাকা অজ্ঞাত অস্বাভাবিক বস্তুর আনাগোনা নিয়ে প্রশ্ন উঠেছে এবং চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!