Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদঅনিবন্ধিত বিক্রি, যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে ক্রিপ্টো এক্সচেঞ্জ ক্র্যাকেন

অনিবন্ধিত বিক্রি, যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে ক্রিপ্টো এক্সচেঞ্জ ক্র্যাকেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ ফেব্রুয়ারি: অনিবন্ধিত বিক্রির অভিযোগে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের’ তদন্তের মুখে পড়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ ক্র্যাকেন।এর তদন্ত কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে বলে উঠে এসেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে। আর আসন্ন সপ্তাহগুলোতে স্যান ফ্রান্সিসকোভিত্তিক ক্রিপ্টো প্ল্যাটফর্মটির সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করতে পারে নিয়ন্ত্রক সংস্থাটি।ওই প্রতিবেদন সম্পর্কে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজী হয়নি ক্র্যাকেন। আর এসইসি’র মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো জবাবও মেলেনি।এর আগে এসইসি’র চেয়ারপার্সন গ্যারি গেনসলার বলেন, যেসব কোম্পানি ক্রিপ্টো বাজারে আর্থিক লেনদেনে সহায়তা প্রদান করে, বাজারের অন্যান্য মধ্যস্থতাকারীর মতো তাদেরও অবশ্যই এসইসি’র কাছে নিবন্ধন নিতে হবে।সেপ্টেম্বরে ক্র্যাকেনের প্রধান নির্বাহী রয়টার্সকে বলেছেন, বাজার মধ্যস্থতাকারী হিসেবে এসইসি’র কাছে নিবন্ধন বা ক্রিপ্টো টোকেন বাদ দিয়ে নিয়ন্ত্রকদের আখ্যা দেওয়া ‘সিকিউরিটিস’ নামের লেবেল নেওয়ার বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই।নভেম্বরে ইরানে লেনদেন সংশ্লিষ্ট এক অভিযোগ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ‘অফিস অফ ফরেন কন্ট্রোল’কে তিন লাখ ৬২ হাজার ডলার জরিমানার পাশাপাশি কিছু নিষেধাজ্ঞা মেনে চলতে বাড়তি এক লাখ ডলার বিনিয়োগে রাজী হয়েছিল ক্র্যাকেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য