Thursday, January 16, 2025
বাড়িবিশ্ব সংবাদনারীদের জেলে ট্রান্সজেন্ডার নয়: স্কটল্যান্ড আদালত

নারীদের জেলে ট্রান্সজেন্ডার নয়: স্কটল্যান্ড আদালত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩১জানুয়ারি: স্কটল্যান্ডের কারাগারে নারীদের সঙ্গে কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তিকে রাখা হবে না। তাঁদের থাকতে হবে পুরুষদের জেলেই। দেশটির আদালত একটি ধর্ষণের মামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছেন। তবে এটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।আদালত জানিয়েছেন, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের কোন কারাগারে পাঠানো হবে, তা মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের আগে কোনোভাবেই তাঁদের নারীদের কারাগারে পাঠানো যাবে না। তাঁদের থাকতে হবে পুরুষদের কারাগারেই। মূল্যায়নের সময় দেখতে হবে, ওই ট্রান্সজেন্ডার কখনো কোনো নারীর সঙ্গে অবমাননাকর ঘটনা ঘটিয়েছিলেন কি না। বিষয়টি সুনিশ্চিত করার পরই পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনকে।

আদালতের এ নির্দেশের অর্থ, কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তি গ্রেপ্তার হলে প্রথমে তাঁকে পুরুষদের জেলেই যেতে হবে। মূল্যায়নের পর প্রয়োজনে কোনো কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তিকে নারীদের জেলে পাঠানো হলেও হতে পারে।ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে নারীদের জেলে পাঠানো নিয়ে দেশটিতে তীব্র সমালোচনা আছে।সম্প্রতি স্কটল্যান্ডের আদালতে একটি মামলা উঠেছে। ওই ট্রান্সজেন্ডার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ ও ২০১৯ সালে দুবার দুই নারীকে ধর্ষণ করেছিলেন তিনি।আদালতকে ওই ব্যক্তি জানিয়েছেন, লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি—পুরুষ থেকে নারী হচ্ছেন। এ কারণে তাঁকে যেন নারীদের জেলে পাঠানো হয়।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত জানান, স্কটল্যান্ডের কারাগারে নারীদের সঙ্গে কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তিকে রাখা হবে না। তাঁদের থাকতে হবে পুরুষদের জেলেই।দেশটির আইন বিভাগের সচিব কেথ ব্রাউন এক বিবৃতি জারি করে বলেন, ‘ট্রান্স নারীমাত্রই মেয়েদের প্রতি থ্রেট—এমন কথা আমরা বলছি না। কিন্তু নারীদের সঙ্গে অন্যায় করার পর যদি কোনো পুরুষ নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করেন, তাহলে ব্যবস্থা নিতেই হবে।’আদালতের এ সিদ্ধান্ত নিয়ে সমাজ ও মানবাধিকারকর্মীদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকারকর্মীদের একাংশের বক্তব্য, লিঙ্গ পরিবর্তনকামী কোনো ব্যক্তিকে পুরুষদের জেলে পাঠালে তাঁর ওপর ভয়ংকর অত্যাচার হতে পারে। এ কথাও মাথায় রাখতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য