Monday, August 18, 2025
বাড়িবিশ্ব সংবাদকোভিড: চীনে এক সপ্তাহে ৬৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি

কোভিড: চীনে এক সপ্তাহে ৬৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০জানুয়ারি:প্রাণঘাতী কোভিড নিয়ে চীনে এক সপ্তাহে ৬৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে বেইজিংয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।মহামারী শুরুর পর দেশটিতে আর কখনোই এক সপ্তাহে এত কোভিড রোগী ভর্তির খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার ডব্লিউএইচও’র প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে চীনে হাসপাতালগুলোতে রোগীর এ উল্লম্ফনের খবর মিলল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।চীন কয়েকদিন আগে কোভিডজনিত কারণে প্রায় ৬০ হাজার অতিরিক্ত মৃত্যুর তথ্যও দিয়েছিল, তবে তারা সেইসব মৃত্যুকে তাদের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করেনি।ডব্লিইএইচও এখন ওই ৬০ হাজার মৃত্যুর মধ্যে কোন প্রদেশে প্রতি সপ্তাহে কত মৃত্যু হয়েছিল চীনের কাছ থেকে সেই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে অপেক্ষা করছে।বেইজিং থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার বৈশ্বিক এ সংস্থাটি জানায়, ১৫ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ৬৩ হাজার ৩০৭ জন কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আগের সপ্তাহের তুলনায় যা ৭০ শতাংশ বেশি।

তিন বছর আগে উহানে কোভিডের আবির্ভাবের পর আর কখনোই এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত এত রোগীর হাসপাতালে ভর্তির খবর জানায়নি চীন।কোভিড প্রাদুর্ভাব মোকাবেলায় চীন তিন বছর ধরে লকডাউনসহ নানান বিধিনিষেধ, নিয়মিত শনাক্তকরণ পরীক্ষাসহ কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রেখেছিল। কিন্তু গত বছরের নভেম্বরের শেষদিকে বেশকিছু শহরে বিক্ষোভের পর বেইজিং তড়িঘড়ি সেইসব বিধিনিষেধ তোলা শুরু করে।   এর ফলে অল্প সময়ের মধ্যে ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে সংক্রমণের ব্যাপক বিস্তার ঘটে।ডব্লিউএইচও এবং অন্যরা চীনের বিরুদ্ধে দেশটিতে প্রাদুর্ভাবের মাত্রাকে কম বিপজ্জনক হিসেবে দেখানোর চেষ্টার অভিযোগ করে আসছে, তারা কোভিডে মৃত্যু, কোভিডকালীন সময়ে অতিরিক্ত মৃত্যুর পরিমাণ ও কোভিডের বংশগতির ক্রম সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য দিতে বেইজিংয়ের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!