Friday, March 29, 2024
বাড়িবিশ্ব সংবাদসোলেদর দখলের কৃতিত্ব নিয়ে রুশ বাহিনীর দ্বন্দ্বে জেলেনস্কির বিদ্রূপ

সোলেদর দখলের কৃতিত্ব নিয়ে রুশ বাহিনীর দ্বন্দ্বে জেলেনস্কির বিদ্রূপ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৪জানুয়ারি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ‘কুখ্যাত’ রুশ ভাড়াটে সেনাদল ‘দ্য ওয়াগনার গ্রুপ’-এর দ্বন্দ্ব নিয়ে বিদ্রূপ করেছেন। সোলেদর শহর নিয়ন্ত্রণের কৃতিত্ব নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে। জেলেনস্কি বলেন, এতে শত্রুদের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। খবর আল জাজিরার।স্থানীয় সময় গতকাল শুক্রবার গভীর রাতে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, সোলেদর ও পূর্বাঞ্চলের শহরগুলোতে সংঘর্ষ চলছে। তবে ওয়াগনার ও রুশ সরকার দাবি করছে, তারা লবণ খনিসমৃদ্ধ শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে।সোলেদরের পতন হলে কয়েক মাসের মধ্যে সেটি রাশিয়ার জন্য অন্যতম সাফল্য হিসেবে বিবেচনা করা হবে।জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘দোনেৎস্কে লড়াই চলছে। বাখমুত, সোলেদর ও আমাদের দেশের পূর্বাঞ্চলের শহর এবং গ্রামগুলোতে লড়াই চলছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রুশ বাহিনী সবচেয়ে বড় দলকে এদিকে এগিয়ে দিয়েছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা ও নিরাপত্তাবাহিনী দেশকে রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে।ওয়াগনার ও রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর দিকে ইঙ্গিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘কিছু কৌশলগত অগ্রগতির কৃতিত্ব নিতে তারা ইতিমধ্যে নিজেদের মধ্যে লড়াই করছে। এটি শত্রুপক্ষের ব্যর্থতার স্পষ্ট ইঙ্গিত। এটি আমাদের জন্য দখলদার বাহিনীর ওপর আরও চাপ প্রয়োগ ও শত্রুপক্ষের ক্ষতি সাধনের একটি সুযোগ।’রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোলেদর নিয়ন্ত্রণে নিয়েছে। ওই বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সোলেদর নিয়ন্ত্রণের কৃতিত্ব রাশিয়ার সেনাবাহিনীকে দিয়েছে। ওয়াগনার দলের কোনো ভূমিকার কথা সেখানে বলা হয়নি।ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোঝিন এ সপ্তাহের শুরুতে এক বার্তায় দাবি করেন, সোলেদর শহরের পতন হয়েছে। সোলেদর নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর প্রতিক্রিয়া জানান প্রিগোঝিন। তিনি এটিকে ওয়াগনারের কাছ থেকে বিজয় চুরির প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করেন।  পরে ওয়াগনার দলের সাফল্যের উল্লেখ করে আবার বিবৃতি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য