Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদভারী বৃষ্টিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, হ্যারি-মেগানের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, হ্যারি-মেগানের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০জানুয়ারি:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেশির ভাগ এলাকায় বড় ধরনের ঝড় আঘাত হানার পর সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। অভিজাত এলাকা মন্টেসিটোর বাসিন্দাদের জন্য বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তাঁদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় দিন যাপন করছেন হাজারো মানুষ। খবর বিবিসির।

ভারী বৃষ্টিপাতের কারণে সান্টা বারবারার আশপাশের এলাকার বাসিন্দারা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছেন। সান্টা বারবারা এলাকাটিতে যুক্তরাজ্যের ডিউক অব সাসেক্স হ্যারি, ডাচেস অব সাসেক্স মেগান এবং অপরাহ উইনফ্রের মতো তারকারা বসবাস করেন। ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো প্রিন্স হ্যারি তাঁর আত্মজীবনী ‘স্পেয়ার’-এর প্রচারের কাজে ব্যস্ত। তবে তাঁরা এখন মন্টেসিটোতে অবস্থান করছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।আবহাওয়াবিদেরা আভাস দিয়েছেন, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দাদের আগামী সপ্তাহজুড়ে ঘূর্ণিঝড় পরিস্থিতির মধ্যে থাকতে হতে পারে।ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য।

 যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এখানকার প্রায় ৯০ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ৪০ লাখ মানুষকে বন্যাজনিত সতর্কতায় রাখা হয়েছে। গতকাল সোমবার বিকেল নাগাদ এক লাখের বেশি মানুষকে বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে থাকতে দেখা গেছে।এক সংবাদ সম্মেলনে স্থানীয় গভর্নর গ্যাভিন নিউসাম বলেন, ‘আমরা সামনে আরও বাজে পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। ভাগ্যের পরীক্ষা নেবেন না।’মন্টেসিটোতে ভূমিধসে ২৩ জন নিহত হওয়ার ঘটনার ৫ বছর পূর্তিতে গভর্নর এ সতর্কবার্তা দিয়েছেন। ওই ভূমিধসে শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।মন্টেসিটোর অগ্নিনির্বাপণ বিভাগ গতকাল বিকেলে শহরটিতে এবং আশপাশের গিরিখাত এলাকার জন্য সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলা হয়েছে: ‘এখনই সরে পড়ুন।’

সান্টা বারবারা কাউন্টি শেরিফ বিল ব্রাউন বলেছেন, অবিরত উচ্চমাত্রার বৃষ্টির কারণে স্থানীয় মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা এলাকা ছেড়ে যেতে পারবেন না, তাঁদের বাড়ির সবচেয়ে ভেতরের কক্ষে কিংবা উঁচু স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) বলেছে, ১২ ঘণ্টায় ওই অঞ্চলে ৮ ইঞ্চি (২০ সেমি) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।অভিনেতা রব লোয়ে, কমেডিয়ান এলেন ডিজেনারেসসহ অনেক হলিউড শিল্পীই মন্টেসিটো এলাকায় থাকেন। গতকাল এলেন ডিজেনারেস পানিতে কানায় কানায় পূর্ণ একটি খালের পাড়ে দাঁড়িয়ে ভিডিও পোস্ট করেছেন। এনডব্লিউএস আভাস দিয়েছে, আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক বেশি ভারী বৃষ্টি হতে পারে। অরেঞ্জ কাউন্টি, স্যান বানাডিনো কাউন্টি মাউন্টেনসসহ লস অ্যাঞ্জেলেসের আশপাশের এলাকায় সংস্থাটি বন্যা সতর্কতা জারি করেছে।স্যাকরামেন্টো উপত্যকাকেও বন্যাজনিত সতর্কতার মধ্যে রাখা হয়েছে। স্যাকরামেন্টো এবং আশপাশের এলাকার স্কুলগুলোয় গতকাল ক্লাস হয়নি।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (ফেমা) এখন দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করতে পারবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য