Friday, October 18, 2024
বাড়িবিশ্ব সংবাদপাকিস্তানকে ‘ভিত্তিহীন’ কথা বলতে মানা করল তালেবান

পাকিস্তানকে ‘ভিত্তিহীন’ কথা বলতে মানা করল তালেবান

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪জানুয়ারি: পাকিস্তানকে ‘ভিত্তিহীন কথা ও উসকানিমূলক ধারণা’ এড়িয়ে চলতে বলেছে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান। খবর এএনআইয়ের।দিন কয়েক আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানা রয়েছে। এই আস্তানা নিশানা করে হামলা চালাবে পাকিস্তান।রানা সানাউল্লাহর এ কথার বিষয়ে গতকাল মঙ্গলবার প্রতিক্রিয়া জানান আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান। কাবুল তার এই লক্ষ্য অর্জনে সব উপায়ের প্রতি বিশ্বাস রাখে।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, এটা দুঃখজনক যে পাকিস্তানি কর্মকর্তারা আফগানিস্তান সম্পর্কে মিথ্যা বিবৃতি দিচ্ছেন।তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তানের ভূখণ্ড যাতে পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, তার জন্য তাঁরা যথাসাধ্য চেষ্টা করছে। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান তার লক্ষ্যের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। তবে পাকিস্তানি পক্ষেরও সমস্যা সমাধানসহ ভিত্তিহীন আলোচনা ও উসকানিমূলক ধারণা এড়ানোর দায়িত্ব রয়েছে। কারণ, এ ধরনের কথাবার্তা ও অবিশ্বাস কারও জন্য ভালো নয়।আফগান তালেবানের সঙ্গে টিটিপির ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। গত নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি টানে টিটিপি। তারপরই তারা পাকিস্তানে হামলা জোরদার করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য