Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদরাশিয়ার সর্বশেষ স্বাধীন টিভি চ্যানেল বন্ধ করছে লাটভিয়া

রাশিয়ার সর্বশেষ স্বাধীন টিভি চ্যানেল বন্ধ করছে লাটভিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,৭ ডিসেম্বর: ইউক্রেইনে রুশ আগ্রাসনের পক্ষে প্রচার চালানোর অভিযোগে লাটভিয়ায় রাশিয়ার সর্বশেষ স্বাধীন টেলিভিশন চ্যানেল ‘টিভি রেইন’ এর সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।২০১০ সালে রাশিয়ায় টিভি রেইন এর যাত্রা শুরু হয়েছিল। পুতিন ও তার সরকারের সমালোচনা করায় সেটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হলে ২০২২ সাল থেকে টিভি চ্যানেলটি লাটভিয়া থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করে।কিন্তু পাঁচ মাসের মাথায় সেদেশেও টিভি চ্যানেলটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামী ৮ ডিসেম্বর থেকে টিভি রেইন’র সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে লাটভিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে টিভি রেইন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘অন্যায় ও অযৌক্তিক’ বলে বর্ণনা করেছে।তবে টিভি চ্যানেলটি বলেছে, তারা লাটভিয়া সরকারের নির্দেশ মেনে সম্প্রচার বন্ধ রাখবে। কিন্তু ইউটিউবে তারা নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে। টিভি রেইন এর বেশিরভাগ দর্শকই ইউটিউবার।কিন্তু লাটভিয়ার ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কে সেটি আর দেখা যাবে না। লাটভিয়ার বেশিরভাগ মানুষ রুশ ভাষাভাষি হওয়ায় সেখানে টিভি রেইন জনপ্রিয় ছিল।লাটভিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক ‘দ্য ন্যাশনাল ইলেক্ট্রোনিক মিডিয়া কাউন্সিল’ থেকে রেইন টিভি সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যায় বলা হয়, ‘‘জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার উপর হুমকিমূলক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।”

এর আগে এ মাসের শুরুতে টেলিভিশন চ্যানেলটিকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। অভিযোগ ছিল, তারা এমন একটি ম্যাপ প্রদর্শন করেছিল যেটিতে ক্রাইমিয়াকে রাশিয়ার ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো ছিল।এছাড়া, অন্য একটি অনুষ্ঠানে উপস্থাপক রুশ সেনাবাহিনীকে ‘আমাদের সেনাবাহিনী’ বলে মন্তব্য করেন। যে কারণে উপস্থাপক আলেক্সি করস্তেলিঅভকে চাকরিচ্যুত করা হয়।রাশিয়ায় দেশটির বিরোধী নেতারা অবশ্য টিভি রেইন বন্ধ করে দেওয়ার সমালোচনা করেছেন। তারা বলছেন, ইউক্রেইন যুদ্ধে ঠিক কী ঘটছে, রুশ ভাষীদের সেটি জানার একটি গুরুত্বপূর্ণ স্বাধীন উৎস ছিল সেটি।পুতিনের কট্টর সমালোচক রাশিয়ার বিরোধী দলের নেতা আলেক্সি নাভালনির প্রেস সেক্রেটারি কিরা ইয়ারমিশ বলেন, ‘‘পুতিন এই যুদ্ধ শুরু করেছেন। টিভি রেইন, যারা পুতিন এবং যুদ্ধ সম্পর্কে সত্যি তথ্য জানাত। টিভি রেইন এর লাইসেন্স কেড়ে নেওয়া শুধু পুতিনের জন্য লাভজনক হয়েছে।”রিপোর্টাস উইদাউট বর্ডার একে ‘তথ্যের স্বাধীনতার উপর গুরুতর আঘাত’ বলে বর্ণনা করেছে।টিভি রেইন দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সরকারের সমালোচনা করে আসছে। যে কারণে গত মার্চ মাসের শুরুতে ইউক্রেইনে রুশ আগ্রাসন ‍শুরুর মাত্র কয়েকদিন পর রাশিয়ায় টিভি রেইন এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।টেলিভিশনটির অনেক কর্মী তখন রাশিয়া থেকে পালিয়ে যান এবং পরে একত্রিত হয়ে লাটভিয়ায় সেটির সম্প্রচার শুরু করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য