Sunday, September 8, 2024
বাড়িবিশ্ব সংবাদখেলায় হারের পর বেলজিয়ামে দাঙ্গা, গ্রেপ্তার ১

খেলায় হারের পর বেলজিয়ামে দাঙ্গা, গ্রেপ্তার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৮ নভেম্বর: বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে যাওয়াকে কেন্দ্র করে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন একজন। গতকাল রোববার তাঁদের আটক করা হয়। খবর রয়টার্সেরগতকাল মরক্কোর কাছে হারের পর ব্রাসেলসের বিভিন্ন এলাকার ফুটবল–ভক্তরা রাস্তায় নেমে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন। তাঁদের কারও কারও গায়ে মরক্কোর পতাকা জড়ানো ছিল। একটি গাড়ি ও বিদ্যুৎ–চালিত স্কুটারে আগুন ধরিয়ে দেওয়া হয়। একপর্যায়ে দাঙ্গাবিরোধী পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।ব্রাসেলস পুলিশের মুখপাত্র ইলসে ভান দে কিরে বলেন, সন্ধ্যা সাতটার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে। উত্তেজনার এলাকাগুলোতে সতর্কতামূলক টহল চলছে।পুলিশ বলছে, বিক্ষুব্ধ ভক্তরা পাইরোটেকনিক উপকরণ (আতশবাজিতে ব্যবহৃত উপকরণ), প্রজেক্টাইল, লাঠি ব্যবহার করেছেন এবং মহাসড়কে আগুন দিয়েছেন। আতশবাজি মুখে লেগে এক সাংবাদিকও আহত হয়েছেন। এসব কারণে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। ঘটনাস্থলে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ বলেন, ‘আজ দুপুরের ঘটনার তীব্র নিন্দা জানাই। পুলিশ ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছে। আমি ভক্তদের শহরের কেন্দ্রে না আসতে বলেছি। পুলিশ সর্বজনীন শৃঙ্খলা রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’কাতার বিশ্বকাপে গতকালের ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে বেলজিয়াম।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য