Friday, March 29, 2024
বাড়িবিশ্ব সংবাদএটাও গোল্ডফিশ!

এটাও গোল্ডফিশ!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ নভেম্বর: সাধারণত অ্যাকুরিয়ামের শোভাবর্ধন করে সোনালি রঙের গোল্ডফিশ, আকারে সেগুলো হয় ইঞ্চি দুয়েক; কিন্তু ফ্রান্সের এক লেকে সম্প্রতি বড়শিতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বিশাল এক গোল্ডফিশ।বিবিসি জানিয়েছে, ফ্রান্সের শ্যাম্পেইনের ওই লেকে মাছটি ধরেছেন ইংল্যান্ডের ওরচেস্টারশায়ারের কিডার মিনস্টারের মাছ শিকারী অ্যান্ডি হ্যাকেট। বড়শিতে আটকানোর পর ২৫ মিনিটের চেষ্টায় মাছটি তিনি উপরে তুলতে সক্ষম হন।মূলত লেদার কার্প আর কই কার্পের সংকর এ মাছটির নাম দেওয়া হয়েছে ক্যারোট, গায়ের রঙের কারণেই এমন নাম। ২০ বছর আগে শ্যাম্পেনের ব্লু ওয়াটার লেকে মাছটি ছাড়া হয়েছিল। এরপর আর কোনো শিকারীর বড়শিতে সে ধরা পড়েনি।সে কারণেই মাছটি ধরতে আগ্রহী হয়ে উঠেছিলেন হ্যাকেট, যিনি ফ্রান্সে বেড়াতে গেছেন বহুবার। উজ্জ্বল রঙের কারণে লেকের পানিতে মাছটি সহজেই দেখা গেলেও ধরা বেশ কঠিন ছিল।হ্যাকেট যখন দুই হাতে মাছটি ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেন, ক্যারটকে দেখতে মোটামুটি তার মতই আকারের মনে হচ্ছিল।  শ্যাম্পেইন এলাকায় হ্যাকেটের এই সাফল্য শ্যাম্পেইন চেখে উদযাপন করার মতই। তবে মাছটি তিনি ছেড়ে দিয়েছেন ওই লেকেই।তাতে সেখানে ছিপ ফেলে জীবনে বলার মত একটা মাছ শিকারের গল্প পাওয়ার সুযোগ অন্য মাছ শিকারীদের জন্যও থাকল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য