Wednesday, January 22, 2025
বাড়িবিশ্ব সংবাদ৮৬৫৮ বছরের কারাদণ্ড পেলেন তুরস্কের ওকতার, কী অপরাধ তাঁর

৮৬৫৮ বছরের কারাদণ্ড পেলেন তুরস্কের ওকতার, কী অপরাধ তাঁর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ নভেম্বর: তুরস্কের একটি আদালত এক ব্যক্তিকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। এক দশক আগের পুরোনো এক মামলার পুনর্বিচারে এ সাজা ঘোষণা করা হয়েছে। অন্যকে ফাঁদে ফেলে দাবি আদায় করা, যৌন নিপীড়ন, অর্থ পাচার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে এত দিনের কারাদণ্ডের সাজা হয়েছে। গতকাল বুধবার এ রায় ঘোষণা করা হয়।সাজা পাওয়া ওই ব্যক্তির নাম আদনান ওকতার। বয়স ৬৬ বছর। তিনি তুরস্কের ইসলামিক টেলিভিশনে বক্তা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের লেখক। টেলিভিশনে নিজেকে মুসলিম মতাদর্শ প্রচারক আখ্যা দিতেন তিনি। আদনান ওকতার হারুন ইয়াহিয়া ছদ্মনামে লিখতেন। এর আগে এক মামলায় তাঁর ১ হাজার ৭৫ বছরের কারাদণ্ডের সাজা হয়।২০২১ সালে ৬৬ বছর বয়সী এই বৃদ্ধকে যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি, রাজনৈতিক, সামরিক গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অপরাধের জন্য ১ হাজার ৭৫ বছরের সাজা দেওয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে সেই রায় বাতিল করা হয়। পুনর্বিচারে ইস্তাম্বুলের উচ্চ আদালত যৌন নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগে আদনান ওকতারকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া আরও ১০ জন সন্দেহভাজনকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ওই আদালত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য