Tuesday, February 11, 2025
বাড়িবিশ্ব সংবাদক্রান্তীয় ঝড় নিকোলে ফ্লোরিডায় নিহত ২

ক্রান্তীয় ঝড় নিকোলে ফ্লোরিডায় নিহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১  নভেম্বর: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আটলান্টিক উপকূলজুড়ে বয়ে যাওয়া ক্রান্তীয় ঝড় নিকোলে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে ও অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।ঝড়টি কিছুটা দুর্বল হতে শুরু করলেও ঝড়ো বাতাসের তীব্রতা এখনও রয়ে গেছে, সঙ্গে শুরু হয়েছে ভারি বৃষ্টি আর এতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবাড়ি তলিয়ে গেছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ঘণ্টায় একটানা ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হারিকেন নিকোল মায়ামির উত্তর দিকে আটলান্টিক মহাসাগরের তীবরবর্তী ভোরো বিচের কাছ দিয়ে সাগর থেকে স্থলে উঠে আসে।চলতি বছরের অষ্টম আটলান্টিক হারিকেন নিকোল স্থলে উঠে এগিয়ে যাওয়ার সময় কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। এ ঝড়ের কারণে ফ্লোরিডার প্রায় সাড়ে ৩ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস বলেছেন, “আমরা প্রস্তুত। ঝড়ের পর যে প্রয়োজন দেখা দেবে তা মেটানোর মতো যথেষ্ট সম্পদ মজুদ আছে। এটি এখনও একটি বড় ধরনের ঝড়।“অঙ্গরাজ্যের অনেকটা অংশজেুড়ে এর প্রভাব পড়েছে। মূল উদ্বেগ নিকোলের ঝড়ো হাওয়া নিয়ে।”ফ্লোরিডিার ২ কোটি ২০ লাখ বাসিন্দার অধিকাংশই ঝড়ের কারণে জারি করা বিভিন্ন ধরনের সতর্কার মধ্যে আছে। ভিডিওতে দেখা গেছে, বিশাল বিশাল ঢেউ তীব্র বেগে তীরের দিকে এসে সৈকতে আছড়ে পড়ছে এবং ঝড়ো বাতাসে পাম গাছের মাথাগুলো নুয়ে পড়ছে, বৈদ্যুতিক লাইনগুলো ভীষণভাবে দুলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।ঝড় থেমে যাওয়ার পরপরই অঙ্গরাজ্যজুড়ে বিদ্যুৎ ব্যবস্থা পুনর্বহাল করতে ১৭ হাজার কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা। অঙ্গরাজ্যের কর্মকর্তারা ১৫টি জরুরি আশ্রয়কেন্দ্র চালু করেছেন এবং রাজ্যজুড়ে ৬০০ ন্যাশনাল গার্ড প্রস্তুত রেখেছেন। বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির ৬০টিরও বেশি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার ব্যাণিজিক ফ্লাইট চলাচল বন্ধ রাখে এবং রাজ্যজুড়ে ওয়াল্ট ডিজনি পার্কসহ অন্যান্য থিম পার্কও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।ভেরো বিচের প্রায় ৮০ মাইল উত্তরে কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টারে লঞ্চপ্যাডে উৎক্ষেপণের জন্য রাখা নাসার চার বিলিয়ন ডলারের নতুন একটি মুন রকেট ঝড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় সপ্তাহ আগে ফ্লোরিডায় আঘাত হানা চার মাত্রার হারিকেন ইয়ানের তাণ্ডবে ১৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৬০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আটলান্টিক হারিকেনগুলোর উৎপত্তি সাধারণত ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে হয়ে থাকে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য