স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ নভেম্বর: ভারতের পাঞ্জাবে শিব সেনা তাকশালি নামের একটি হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতাকে মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে।এনডিটিভি জানায়, শুক্রবার অমৃতসরের ব্যস্ত রাস্তায় সুধীর সুরিকে লক্ষ্য করে গুলি করার সময়ও তার পাশে পুলিশের একাধিক সদস্য ছিলেন। মেরে ফেলার হুমকি থাকায় তার জন্য পুলিশ প্রহরা ছিল।সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শিখ সংগঠন, বিশেষ করে খালিস্তানিদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলার জন্য পরিচিত ছিলেন সুরি।তবে তার ওপর হামলার ঘটনার সঙ্গে এর কোনো যোগ আছে কিনা, তা স্পষ্ট হওয়া যায়নি।সুরির ওপর গুলি চালানোর সময় তার এক সহযোগীও হামলাকারীর ওপর পাল্টা গুলি চালান, জানিয়েছে এনডিটিভি।সুরি শিব সেনা তাকশালি নামের সংগঠনটির শীর্ষ নেতা ছিলেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।শুক্রবার স্থানীয় একটি মন্দিরের বাইরে ব্যস্ত রাস্তায় অবস্থান ধর্মঘট করার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।ঘটনার পরপরই সন্দীপ সিং নামে এক হামলাকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।হামলাকারীর সঙ্গে একটি এসইউভিতে আরো তিনজন ঘটনাস্থলে এলেও বাকিরা পালিয়ে যায়, বলেছে একাধিক সূত্র।
পাঞ্জাবে মন্দিরের বাইরে শিব সেনা নেতাকে গুলি করে হত্যা
সম্পরকিত প্রবন্ধ