Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদকর ছাড় পরিকল্পনা থেকে ফের সরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস

কর ছাড় পরিকল্পনা থেকে ফের সরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,১৫ অক্টোবর: রাজনৈতিক বিশৃঙ্খলা এবং টালমাটাল বাজার পরিস্থিতি সামাল দিয়ে ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টায় অর্থমন্ত্রীকে বরখাস্ত করার পাশাপাশি সরকারের কর ছাড় পরিকল্পনা থেকে আরেকবার সরে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই ট্রাস কর ছাড়ের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে প্রচার চালিয়েছিলেন। এসব পরিকল্পনার মধ্যে কর্পোরেট কর বাড়ানোর পদক্ষেপ বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।কিন্তু এখন সে পরিকল্পনা থেকেই তিনি সরে এলেন। এর আগে চাপের মুখে আয়করের সর্বোচ্চ হার কমানোর পরিকল্পনা থেকে সরে আসেন লিজ ট্রাস। উচ্চ আয়ের মানুষদের জন্য ৪৫ শতাংশ কর হার বিলোপের প্রতিশ্রুতি ছিল তার।এবার কর্পোরেশন কর ছাড়ের পরিকল্পনা থেকে তার সরে আসার মানে হচ্ছে, এই কর এখন ১৯ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশ হবে। এতে রাজকোষে আনুমানিক ১ হাজার ৮০০ কোটি পাউন্ড কর রাজস্ব জমা হবে।যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানি এবং বিদেশি কোম্পানিগুলো তাদের মুনাফার ওপর এই কর্পোরেট কর দেয়। বিবিসি জানায়, ২০১০ সালে কনজারভেটিভরা ক্ষমতায় আসার আগে এই কর ছিল ২৮ শতাংশ।কিনতু এর পর থেকে কয়েকবার সেই কর কমানো হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে এই কর কমিয়ে ১৯ শতাংশ করা হয়। কিন্তু এবছর মার্চের বাজেটে তৎকালীন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক এই কর ২০২৩ সালের এপ্রিলে ১৯ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন।তার যুক্তি ছিল, কোভিড মহামারীতে ধুঁকতে থাকা অর্থনীতিতে সরকার কোম্পানিগুলোকে শত শত কোটি পাউন্ড দিয়ে সহায়তা করেছে। ফলে তাদের কাছ থেকে এই বাড়তি কর চাওয়া অন্যায্য কিছু নয়।কিন্তু সুনাকের এই সিদ্ধান্তই বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন লিজ ট্রাস। আর শুক্রবার তিনি সেই প্রতিশ্রুতি থেকে সরে আসায় সুনাকের সিদ্ধান্তই বহাল থাকল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য