Wednesday, July 23, 2025
বাড়িবিশ্ব সংবাদএবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১অক্টোবর:উত্তর কোরিয়া পূর্ব উপকূলীয় সাগরের দিকে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।কোরিয়া উপদ্বীপে ঘিরে উত্তেজনা চড়তে থাকার মধ্যেই এক সপ্তাহে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং।শুক্রবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনী সাবমেরিন-ধ্বংসী এক ত্রিপক্ষীয় মহড়ায় অংশ নেয়, এর একদিন পর শনিবার পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া: জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরের সুনান থেকে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো ৬ মাখ গতিতে ৩০ কিলোমিটার উপর দিয়ে ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে।জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, পিয়ংইয়ং অন্তত দুটি সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার উচ্চতায় ওঠার পর একটি ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার ও অপরটি ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বলে জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো জানিয়েছেন।

ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় জাপান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে বলে ইনো জানান। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়ানোর জন্য ক্ষেপণাস্ত্র দুটি সম্ভবত ‘অনিয়মিত গতিপথ’ ধরে উড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড বলেছে, তারা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে সতর্ক ছিল এবং এগুলো তাদের মিত্র দেশগুলো বা যুক্তরাষ্ট্রের নাগরিক জন্য কোনো আশু হুমকি ছিল না বলে মূল্যায়ন থেকে ধারণা পেয়েছে তারা। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। হ্যারিসের সফরের আগে-পরেও পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। চলতি বছর রেকর্ড গতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং।দেশটি গণ্য করার মতো একটি পারমাণবিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর জন্য ক্রমাগত হুমকি হয়ে উঠছে বলে ধারণা পশ্চিমা বিশ্লেষকদের।   পিয়ংইয়ং ২০১৭ সালে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল।    যুদ্ধে ব্যবহার করার মতো অস্ত্র তৈরির চেষ্টা হিসেবে উত্তর কোরিয়া পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোড়া বৃদ্ধি করেছে বলে ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি ইউক্রেইনের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে চলা বিভ্রান্তি ও অন্যান্য সংকটের সুযোগে তারা তাদের পরীক্ষাগুলো ‘স্বাভাবিক করে তোলার’ চেষ্টা করছে বলে মনে করছেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!