Thursday, December 4, 2025
বাড়িবিশ্ব সংবাদভারতীয়দের পানের পিকে লাল লন্ডন! সাফাইয়ে খরচ বছরে ৩০ হাজার পাউন্ড

ভারতীয়দের পানের পিকে লাল লন্ডন! সাফাইয়ে খরচ বছরে ৩০ হাজার পাউন্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৯ নভেম্বর : বিলেত না কি কোনও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের রেল স্টেশন চত্বর? ঝাঁ চকচকে লন্ডনের রাস্তা, শপিং এলাকার যত্রতত্র পানের পিকের জং ধরা দাগ দেখে মনে ভ্রম জাগবেই। পান, গুটখার থুতুতে রাঙা টাইলসে মোড়া দেওয়ালের নিচের দিক। প্রকাশ্যে এমন নোংরা করার জন‌্য সরাসরি দক্ষিণ পূর্ব এশীয়া ভারতীয়দের দায়ী করেছে লন্ডনের ব্রেন্ট কাউন্সিল। এমনকী পান-গুটখার পিক না ফেলার জন্য যে সাইনবোর্ড দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সেখানে ইংরেজি ও গুজরাটি ভাষায় লেখা হয়েছে।

লন্ডন প্রশাসনের দাবি, প্রতি বছর রাস্তার ধারের দোকানের দেওয়াল, ফুটপাত, বিল্ডিংয়ের দেওয়াল থেকে পানের পিকের দাগ তুলতে খরচ হচ্ছে ৩০ হাজারেরও বেশি পাউন্ড। এমন দৃশ‌্যদূষণে তিতিবিরক্ত হয়ে ব্রেন্ট কাউন্সিল জানিয়েছে, এবার থেকে কাউকে পানের পিক ফেলে শহর নোংরা করতে দেখা গেলেই মোটা টাকা জরিমানা দিতে হবে।

সম্প্রতি ব্রেন্ট কাউন্সিলের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে দেখা গিয়েছে, লন্ডনের একাধিক জায়গার দেওয়ালে পান, পান মশলার পিক ফেলা হয়েছে। সেই সব নোংরা দাগ পরিস্কার করছেন এক ভদ্রলোক। ভিডিয়োয় একজনকে বলতে শোনা যায়, আমাদের এখানে প্রচুর লোক এভাবে রাস্তায় পিক ফেলে নোংরা করছে। এখন ব্রেন্ট স্টিটে প্রচুর এনফোর্সমেন্ট অফিসার ঘুরছেন। যাঁরা এসবের জন‌্য দায়ী তাঁদের ধরা হবে। এই নোংরা পরিবেশ থেকে মুক্ত হতে সর্বত্র পরিস্কার করা হচ্ছে। প্রতিদিন এর জন‌্য আমাদের প্রচুর অর্থ ব‌্যয় করতে হচ্ছে।”

যারা রাস্তাঘাট নোংরা করছে তাদের বিরুদ্ধে ব্রেন্ট কাউন্সিল ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছে জেনে আনন্দ প্রকাশ করেছেন পাবলিক রিয়ালস অ‌্যান্ড এনফোর্সমেন্টের কাউন্সিলর ক্রুপা শেঠ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য