স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০১ নভেম্বর : মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার ৩-তে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জানা যাচ্ছে, ৬০তলা এই বহুতলের উপরের দিকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে খবর দেওয়া হয় পুলিশ। দুর্ঘটনার জেরে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত ৬০ তলা এই বহুতলটি। শনিবার সকাল ৬.৪০ নাগাদ নজরে পড়ে বহুতলটির উপরের অংশে আগুন লেগেছে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই সেখানে উপস্থিতি হয় পুলিশ ও দমকলবাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর ৭টা নাগাদ কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন। সম্পূর্ণরূপে আগুন নেভাতে বেজে যায় প্রায় ৯টা। জানা যাচ্ছে, ওই ভবনের আভ্যন্তরীণ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হয় আগুন নেভাতে।

