Thursday, November 13, 2025
বাড়িবিশ্ব সংবাদউৎসবের মরশুমে সুখবর, ভারতের উপর শুল্ক কমাতে রাজি ট্রাম্প! হঠাৎ কী হল?

উৎসবের মরশুমে সুখবর, ভারতের উপর শুল্ক কমাতে রাজি ট্রাম্প! হঠাৎ কী হল?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ অক্টোবর : উৎসবের মরশুমে সুখবর। ভারতের উপর শুল্ক কমাতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতের উপর শুল্কহার শীঘ্রই ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫ থেকে ১৬ শতাংশ করা হবে। অন্যদিকে, ভারত-আমেরিকা বহু প্রতীক্ষিত বাণিজ্যচুক্তিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। যদিও ভারতের বাণিজ্যমন্ত্রক কিংবা হোয়াইট হাউস কেউই এই রিপোর্ট নিয়ে এখনও মুখ খোলেনি।

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশের শুল্কবোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট। ফলে ভারতের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশে। মার্কিন শুল্কবাণের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি। জানা যাচ্ছে, শুল্ককোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে। সংকটে পড়েছে দেশের চিংড়ি রপ্তানিও। ‘ট্রেড থিঙ্ক-ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ’-এর অনুমান, শুল্কবাণের জেরে ২০২৫-২৬ সালে আমেরিকায় ভারতের পণ্য রফতানি প্রায় ৪৩ শতাংশ কমে ৮৭ বিলিয়ন ডলার থেকে ৪৯.৬ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।

উল্লেখ্য, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে। কিন্তু এখনও একমত হয়ে চুক্তি সই করতে পারেনি দু’পক্ষ। বিশ্লেষকদের একাংশের মতে, সেদেশের কর্পোরেট সংস্থাগুলির চাপে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছেন, কোনও ভাবেই অন্নদাতা কৃষকদের স্বার্থে আঘাত লাগে এমন কাজ করবেন না তিনি। তার জন্য বড়সড় ক্ষতি স্বীকার করতেও প্রস্তুত দেশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য