স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ অক্টোবর : এক রাতের ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। উত্তরবঙ্গ থেকে নেপাল, মৃত্যু আর ধ্বংসের ছবি। উত্তরবঙ্গে ২০ ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। নেপালে মৃত্যু ৫০ ছুঁইছুঁই। এর মধ্যেই খবর মিলেছে, তিব্বতে মাউন্ট এভারেস্টে বৃষ্টি ও তীব্র তুষারঝড়ে আটকে পড়েছেন অন্তত এক হাজার পর্যটক। তাঁদের উদ্ধারে শুরু হয়েছে অভিযান। ইতিমধ্যে ৩৫০ জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও ২০০ পর্যটকে সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় গ্রামগুলির বাসিন্দারাও পর্যটকদের নিরাপদ স্থানে সরাতে সাহায্য করছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ভয়ংকর দুর্যোগে ১০০০ ট্রেকার আটকে পড়েন। তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের ঢালটি পর্বতারোহীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে। চিনা সংবাদমাধ্যম একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা গিয়েছে, তীব্র তুষারঝড় চলছে। হাঁটু সমান বরফের মধ্যে কোনও মতো নিজেদের আস্তানার দিকে এগোনোর চেষ্ঠা করছেন পর্বতারোহীরা।

