Thursday, November 13, 2025
বাড়িবিশ্ব সংবাদফিলিস্তিন: ফ্রান্স-সৌদির উদ্যোগে দ্বি-রাষ্ট্রীক সমাধান বিষয়ে শীর্ষ সম্মেলন

ফিলিস্তিন: ফ্রান্স-সৌদির উদ্যোগে দ্বি-রাষ্ট্রীক সমাধান বিষয়ে শীর্ষ সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২২ সেপ্টেম্বর ।। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে সোমবার ফ্রান্স ও সৌদি আরব বিশ্বের কয়েক ডজন নেতার সঙ্গে শীর্ষ বৈঠক করে তাদের ফিলিস্তিন সমস্যার দ্বি-রাষ্ট্রীক সমাধানের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানাবে। ওই নেতাদের মধ্যে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স লিখেছে, ফ্রান্স ও সৌদি আরবের এই পদক্ষেপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই শীর্ষ সম্মেলনকে একটি ‘সার্কাস’ বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ওই সম্মেলন বর্জন করবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেছেন, “এটি ভাল হবে বলে আমরা মনে করছি না। আমাদের ধারণা এটি আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে।” ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এর সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশকে নিজ সীমানায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করছে।

মার্কিন প্রশাসনও ইসরায়েলের বিরুদ্ধে ফ্রান্সসহ যারা যারা পদক্ষেপ নেবে তাদের সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ নিউ ইয়র্কের ওই শীর্ষ সম্মেলনের আয়োজক।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম বার্ষিক অধিবেশন শুরু হচ্ছে। তার আগের দিনের এ শীর্ষ সম্মেলন গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর ও গাজায় একটি যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণতর হওয়ার সময়টিতে অনুষ্ঠিত হচ্ছে।

গাজায় ইসরায়েলের তীব্র আক্রমণের ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে এ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। এখনই পদক্ষেপ নিতে হবে আর না হলে দ্বী-রাষ্ট্রীক সমাধানের ধারণা চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে, এমন একটি বাড়তে থাকা অনুভূতি আয়োজকদের মধ্যে কাজ করছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ চলতি মাসে সাত পৃষ্ঠার একটি ঘোষণা অনুমোদন করেছে। এই ঘোষণায় দ্বি-রাষ্ট্রীক সমাধানের দিকে ‘বাস্তব, সময়সীমাবদ্ধ এবং অপরিবর্তনীয় পদক্ষেপের’ রূপরেখা তুলে ধরা হয়েছে। এতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিন্দা করে একে আত্মসমর্পণ ও অস্ত্র সমর্পণের আহ্বানও জানানো হয়েছে।

এই প্রচেষ্টা তাৎক্ষণিকভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিন্দা কুড়ায়। তারা সাধারণ পরিষদের এ প্রচেষ্টাকে ‘ক্ষতিকর’ ও ‘বিপজ্জনক প্রচারণা’ বলে অভিহিত করেছে। রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স ও আরও পাঁচটি দেশ সোমবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের ৮৯ বছর বয়সী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ায় তিনি সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। ভিডিওর মাধ্যমে তার সম্মেলনে উপস্থিত হওয়ার কথা আছে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই সম্মেলনের সহ আয়োজক হওয়া সত্ত্বেও সেখানে উপস্থিত থাকছেন না। যুবরাজ মোহাম্মদ সোমবারের বৈঠকে ভিডিওর মাধ্যমে যোগ দিতে পারবেন, শুক্রবার সাধারণ পরিষদে কোনো ভোট ছাড়াই সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য