Saturday, January 18, 2025
বাড়িবিনোদনবাদশার রেস্তরাঁ তথা পানশালায় হল বিস্ফোরণ।

বাদশার রেস্তরাঁ তথা পানশালায় হল বিস্ফোরণ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ নভেম্বর: ভোররাতে চণ্ডীগড়ে চাঞ্চল্য। র‌্যাপার বাদশার রেস্তরাঁ তথা পানশালায় হল বিস্ফোরণ। ভোররাত তিনটে থেকে সাড়েতিনটের মধ্যে এই বিস্ফোরণ হয় বলেই খবর। শোনা গিয়েছে, দুই বাইক আরোহী এসে রেস্তরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। দিল্লিতে জন্ম। তবে তাঁর পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই র‌্যাপের প্রতি বাদশার আকর্ষণ। শুরু করেন গান লেখা। তার পর মিউজিক অ্যালবামের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান। বলিউডে বাদশার সফর শুরু ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ সিনেমার ‘স্যাটার্ডে স্যাটার্ডে’ গান থেকে। এর পর আর পিছনে ফিরে তাকাননি শিল্পী। একাধিক সুপারহিট গান রয়েছে তাঁর ঝুলিতে। বর্তমানে শ্রেয়া ঘোষাল ও বিশাল দদলানির সঙ্গে ‘ইন্ডিয়ান আইডল’ শোয়ের বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন।

গানের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গেও যুক্ত বাদশা। জানা গিয়েছে, চণ্ডীগড়ে তাঁর এই ‘ডি’ওরা’ নামের রেস্তরাঁ তথা পানশালা বেশ পরিচিত। সাত-আটজন কর্মী সেখানে কাজ করে। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তরাঁয় ছিলেন না। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তরাঁ-পানশালার জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।
খবর পেয়েই ঘটনা স্থলে যান তদন্তকারী অফিসাররা। প্রত্যক্ষদর্শীরাই বাইক আরোহীদের কথায় জানায় বলে খবর। এর পরই ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে? তা জানার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে বাদশার পক্ষ থেকে কোনও অফিশিয়ার বিবৃতি দেওয়া হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য