স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ নভেম্বর: ১৬ বছর আগে আজকের দিনে মুম্বইয়ের মানবতার মৃত্যু দেখেছিল বিশ্ব। ২০০৮ সালের এই ২৬ নভেম্বর পাকিস্তান থেকে সমুদ্রপথে মুম্বইয়ে এসে চালিয়েছিল নারকীয় হত্যালীলা। ১৮ জন নিরাপত্তা কর্মীসহ ১৬৬ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রক্তাক্ত সেই দিন স্মরণ করে মঙ্গলবার শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ আরও অনেকে।
ভয়াবহ সেই দিন স্মরণ করে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘২০০৮ সালের ২৬ নভেম্বর আজকের দিনে মুম্বইতে কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় যারা প্রাণ হারিয়েছিলেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। যে জওয়ানরা দেশের জনগণকে রক্ষা করতে গিয়ে আত্মবলিদান দিয়েছেন আজকের দিনে তাঁদের আমি স্যালুট জানাই। একইসঙ্গে এই দিনে আমরা সগর্বে ঘোষণা করতে পারি যে ভারত যে কোনও সন্ত্রাসবাদকে পরাস্ত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
রাষ্ট্রপতির পাশাপাশি রক্তাক্ত সে দিন স্মরণ করে সোশাল মিডিয়ায় বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। য হ্যান্ডেলে তিনি লেখেন, ‘২০০৮ সালের এই দিনে মুম্বইয়ে সাধারণ নিরপরাধ মানুষকে হত্যা করে নৃশংস জঙ্গিরা মানবতাকে লজ্জায় ফেলে দিয়েছিল। ২৬/১১ মুম্বই হামলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করার সময় যারা শহিদ হয়েছেন তাঁদের আন্তরিক শ্রদ্ধা জানাই এবং যারা প্রাণ হারিয়েছে তাঁদের প্রতিও শ্রদ্ধা জানাই। একইসঙ্গে লেখেন, সন্ত্রাসবাদ সমগ্র মানব সভ্যতার কলঙ্ক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি সমগ্র গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে এবং আজ ভারত সন্ত্রাসবিরোধী উদ্যোগে বিশ্বনেতা হয়ে উঠেছে।
এর পাশাপাশি ভয়াবহ অতীত স্মরণ করে বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ সচীন টেন্ডুলকরের মতো তারকারাও। রাজনাথ সিং লেখেন, ‘২৬/১১ মুম্বই হামলার দুর্ভাগ্যজনক দিনে যারা প্রাণ হারিয়েছিলেন আজ গোটা দেশ তাঁদের শ্রদ্ধা জানায়। আমরা সেই বীর জওয়ানদের শ্রদ্ধা জানাই যারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন এবং কর্তব্য পালনে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। আমরা সেই ক্ষত কখনই ভুলব না।’ সোশাল মিডিয়ায় বার্তা দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তিনি লেখেন, ২৬/১১-তে মুম্বইয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় শহিদ সেনা জওয়ান এবং সাধারণ নাগরিকদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগ দেশ চিরদিন মনে রাখবে।