Thursday, October 10, 2024
বাড়িবিনোদন ‘সিকন্দর’ ছবির শুটিংয়ে ব্যস্ত সলমন খান।

 ‘সিকন্দর’ ছবির শুটিংয়ে ব্যস্ত সলমন খান।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১০ সেপ্টেম্বর : ‘সিকন্দর’ ছবির শুটিংয়ে ব্যস্ত সলমন খান। শুটিং ফ্লোরে পাঁজরে চোট পাওয়া সত্ত্বেও অভিনেতা ছবির শুটিং চালিয়ে যাচ্ছেন। ছবিতে ভাইজানের বিপরীতে রয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেত্রী রশ্মিকা মন্দানা। শোনা যাচ্ছে, ছবিতে নির্মাতারা আরও এক জন নায়িকাকে চূড়ান্ত করেছেন।

সূত্রের খবর, ছবিতে যোগ দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। যে ছবিতে রশ্মিকা মুখ্য চরিত্রে রয়েছেন, সেই ছবিতে কাজলকে কোন চরিত্রে দর্শক দেখবেন, তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে। উল্লেখ্য, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী অভিনেতা সত্যরাজ। রয়েছেন প্রতীক বব্বরও।

জুন মাসে মুম্বইয়ে শুরু হয় ‘সিকন্দর’-এর শুটিং। ৪৫ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন সলমন। মুম্বইয়ে সেট তৈরি করতেই প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা খরচ করেছেন ১৫ কোটি টাকা। মুম্বই পর্বের পর ইউনিট পাড়ি দেবে হায়দরাবাদে।

আগামী বছর ইদে মুক্তি পাবে এআর মুরুগাদস পরিচালিত ‘সিকন্দর’। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নির্মাতাদের দাবি, অ্যাকশন ছবিতে সলমন নতুন অবতারে ধরা দেবেন। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য— বাজেটের ক্ষেত্রে কোনও কমতি রাখতে চাইছেন না তাঁরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য