Saturday, March 22, 2025
বাড়িবিনোদনইদে নতুন ছবি ঘোষণা সলমনের

ইদে নতুন ছবি ঘোষণা সলমনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১১  এপ্রিল  :  একসময় বলিউডে ইদ মানেই সলমন, সলমন মানেই ইদ। ‘কিক’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’, ‘বজরঙ্গি ভাইজান’, যতবার ইদের বক্স অফিসে সলমন এসেছেন, ততবারই ছবি বাম্পার হিট। তার পরেই যেন সলমনের ভাগ্যে এল শনির দশা। ইদ ছেড়ে অন্য সময়ে ছবি মুক্তি পেলেই, সলমনের ভরাডুবি। যেখানে শাহরুখ খান এক বছরে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ এনে রাজত্ব করল, সেখানে সলমনের ‘টাইগার থ্রি’ তেমন ব্যবসা করতে পারেনি। তাই ভাগ্য ফেরাতে এবার ফের ইদকেই বেছে নিলেন সলমন।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। খুশির ইদেই সলমন তাঁর অনুরাগীদের দিলেন খুশির খবর। ভাইজান জানিয়ে দিলেন, এবারের ইদে নয়, তবে পরের ইদে তিনি ফিরে আসছেন। ফিরছেন নতুন অবতারে। ভাইজান জানালেন তাঁর নতুন ছবির নাম ‘সিকন্দর।’ ছবির পরিচালক এ আর মুরুগাদোস।

সোশাল মিডিয়ায় ছবির ঘোষণা করে সলমন লিখলেন, ”এবারের ইদে অক্ষয়-টাইগারের বড়ে মিঞা ছোটে মিঞা এবং অজয়ের ময়দান দেখুন। পরের বছর সিকন্দরকে দেখবেন।”

গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছে সলমনের ‘টাইগার ৩’। তিনশো কোটি টাকা বাজেটের ছবি মাত্র ৪৬৬ কোটি টাকার ব্যবসা করেছেন। ফলে আগামী দিনে ভাইজানের কামব্যাকের লড়াই বেশ কঠিন। অবশ্য তিনি ‘দাবাং’ স্টার। নিজের শর্তের সাফল্যের রাস্তা খুঁজেই নেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য