স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের আগেই নিজের সংসদীয় এলাকা ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব। শুধু তাই নয়, তাঁর কথায়বার্তায় রাজনীতির প্রতি অনীহাও প্রকাশ পেয়েছে সাম্প্রতিককালে। এবার দিল্লি থেকে আরও এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন দেব।
“আর মাত্র কয়েক ঘণ্টা!” নিজের ইনস্টা স্টোরিতে ঠিক একথাই লিখেছেন দেব। আর সেই পোস্ট ভাইরাল হতেই শোরগোল! তাহলে কি জল্পনাই সত্যি, রাজনীতি থেকে সরছেন তৃণমূলের তারকা সাংসদ? দেবের ইনস্টা স্টোরি জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেতার এমন পোস্টকে বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে দিল্লিতে পাড়ি দিয়েছেন দেব। সেখান থেকেই ছবি পোস্ট করে ওই ইঙ্গিতপূর্ণ বার্তা দেন তিনি।
“ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে”, দিন কয়েক আগেই এমন মন্তব্য করে রাজনৈতিকমহলে শোরগোল ফেলে দিয়েছিলেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সেই থেকেই জল্পনার সূত্রপাত, তাহলে কি এবার তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে লড়ছেন না টলিউড সুপারস্টার? তবে জানুয়ারি মাসে কালীঘাটের দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফে ‘গুড বয়’ সার্টিফিকেট পাওয়ায় পর সেই হিসেব বদলে গিয়েছিল। কিন্তু সম্প্রতি ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আবারও রাজনীতি থেকে বাণপ্রস্থে যাওয়ার জল্পনা জিইয়ে রাখলেন দীপক অধিকারী তথা দেব।