স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ ফেব্রুয়ারি : বছর নয়েক আগের কথা। আচমকাই অভিনয় ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ইমরান খান । তার পর কী হয়েছিল? গাড়ি-বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল আমির খানের ভাগ্নেকে। এতদিনে জানালেন সেই সমস্ত কথা।
‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে রাতারাতি খ্যাতি পেয়ে যান ইমরান। কিন্তু একটা সময়ের পর তাঁর কেরিয়ারের গ্রাফ নিচের দিকে নামতে থাকে। ২০১৫ সালে ইমরান ও কঙ্গনা অভিনীত ‘কাট্টি বাট্টি’ মুক্তি পায়। সে ছবিও ব্যর্থ হয়। এর পর আচমকাই অভিনয় ছাড়ার কথা জানান ইমরান। দীর্ঘ নয় বছর পর আবারও অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক ম্যাগাজিনে সাক্ষাৎকারও দিয়েছেন। সেখানেই জানিয়েছেন অতীতের কথা।
ইমরান জানান, তিনি আর গ্ল্যামার দুনিয়ার প্রতি কোনও আকর্ষণ বোধ করছিলেন না। নিজের মেয়ে ইমারাকে সমস্ত সময় দিতে চাইছিলেন। তার জন্যই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছিলেন। অভিনেতা নিজেকে ভাগ্যবান মনে করেন, কারণ তিনি সিনেমার মাধ্যমে এতটা টাকা জমিয়ে ফেলেছিলেন যে সদ্য তিরিশ পেরিয়েই বিরতি নেওয়ার কথা ভাবতে পেরেছিলেন।
কিন্তু টাকা যতই থাক তা তো একদিন ফুরায়! পালি হিলে বিলাসবহুল বাংলো ছিল ইমরানের। দামি একটি ফরারি গাড়িও ছিল। সবই বিক্রি করতে হয়েছে। বান্দ্রার এক ফ্ল্যাটে থাকেন অভিনেতা। এমনকী ইরার বিয়েতেও নাকি ১০ বছরের পুরনো স্যুট পরেছিলেন তিনি। ২০১১ সালে অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এখন অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইমরান।