Wednesday, January 22, 2025
বাড়িবিনোদনপ্রিয়াঙ্কার স্বামীর দিকে নজর দীপিকার !

প্রিয়াঙ্কার স্বামীর দিকে নজর দীপিকার !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ জানুয়ারি : সম্প্রতি মুম্বইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। মুম্বইয়ের লোলাপালোজায় পারফর্ম করলেন নিক ও তাঁর ভাইয়েরা। জোনাস ভাইয়ের পারফরম্যান্স দেখে আপ্লুত গোটা মুম্বই। তবে দীপিকার নজর কিন্তু শুধুই নিক জোনাসের দিকে! নিককে নিয়ে যেন একটু বেশিই আদিখ্য়েতা দেখালেন দীপিকা।

গপ্পোটা হল, দীপিকা তাঁর ইনস্টাগ্রামে নিকের পারফরম্যান্সে একটি ভিডিও শেয়ার করে লিখলেন, সো কুল! আসলে, নানা গানের মাঝে নিক জোনাস বলিউড ছবি দিল ধরেক নে দো ছবির গল্লা গোরিয়াঁ গানটি গেয়েছেন। আর নিকের গলায় বলিউডের গান শুনেই আপ্লুত দীপিকা।

শনিবার রাতে মুম্বই কাঁপিয়ে দিলেন নিক জোনাস। লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে জোনাস ব্রাদার্সের কনসার্টে দর্শক-শ্রোতাদের সে কী উচ্ছ্বাস। সেই কনসার্ট দেখতে গিয়েছিলেন খোদ তাপসী পান্নু। বলিউড নায়িকাকে উদ্দাম নাচও করতে দেখা গেল জোনাস ভাইদের গানের তালে। ছবি পোস্ট করে বলেছেন “জামাইবাবু মঞ্চে।” প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়া এলেও ‘পরদেশি জামাইবাবু’র অতিথি আপ্যায়ণে কোনও খামতি রাখল না বলিউড। এইপ্রথম ভারতে লাইভ কনসার্ট করলেন ‘জোনাস ব্রাদার্স’।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য