Thursday, October 10, 2024
বাড়িবিনোদনহিমেশ রেশমিয়ার নায়িকা হতে বেশি আগ্রহী দীপিকা!

হিমেশ রেশমিয়ার নায়িকা হতে বেশি আগ্রহী দীপিকা!

 স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ জানুয়ারি :  ‘পাঠান’ হোক বা ‘জওয়ান’, শাহরুখের ভরসা দীপিকা । কিং খানের হাত ধরেই বলিউডে সফর শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু শাহরুখের থেকে বেশি হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করতে চান তিনি! নিজের এক সাক্ষাৎকারে হিমেশের সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন বলিউডের ‘মস্তানি’।

কিন্তু হিমেশই কেন? গল্প ‘ওম শান্তি ওম’ সিনেমার মুক্তির আগের। ২০০৫ সালে ‘আশিক বনায়া আপনে’ গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ। সে সময় যেকোনও অনুষ্ঠান বা পুজোর মণ্ডপে তাঁরই গান বাজত। ‘আপকা সুরুর’ নামের ভিডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন হিমেশ। যার ‘নাম তেরা’ গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা।

সেই সময় দীপিকা শুধুই একজন মডেল ছিলেন। অভিনয়ের কিছুই জানতেন না। কিন্তু হিমেশ তার উপরই ভরসা রেখেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ এখনও দীপিকার রয়েছে। রিয়ালিটি শোয়ে এসেও সেকথা জানিয়েছেন তিনি। এমনকী ২০১০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি যদি কখনও হিমেশের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব পাই তাহলে অবশ্যই গ্রহণ করব।”

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই সিনেমা হলে মুক্তি পেয়েছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’। আড়াইশো কোটি বাজেটের সিনেমা এখনও পর্যন্ত ২১৬ কোটি টাকার ব্যবসা করেছে। আগামীতে দীপিকার রিলিজ লিস্টে রয়েছে ‘Kalki 2898 AD’ ও ‘সিংহম এগেইন’।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য