Tuesday, November 18, 2025
বাড়িবিনোদন‘সুন্দরী’ জাহ্নবী কাপুরকে নিয়ে প্রকাশ্যে হাসিঠাট্টা, বিপাকে সোনম

‘সুন্দরী’ জাহ্নবী কাপুরকে নিয়ে প্রকাশ্যে হাসিঠাট্টা, বিপাকে সোনম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৯ সেপ্টেম্বর।। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সিনেমা ‘পরম সুন্দরী’ গত মাসে মুক্তি পেয়েছে। সেই সিনেমায় অভিনেত্রীর অভিনয় নিয়ে মশকরা করেছেন এক নেটপ্রভাবী। সেই ঠাট্টায় সম্মতি জানিয়েছেন আরেক অভিনেত্রী সোনম বাজওয়া। এ নিয়ে মশকরায় শামিল হয়ে বিপাকে পড়েছেন তিনি।

‘পরম সুন্দরী’ সিনেমায় এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবীকন্যা। তার চরিত্রের নাম ‘সুন্দরী’। সেই সিনেমায় তার সংলাপ বলার ধরন নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। 

নিন্দুকদের দাবি— সংলাপগুলো মোটেই ঠিক করে বলতে পারেননি জাহ্নবী কাপুর। তবে অভিনেত্রীর অনুরাগীদের দাবি, দক্ষিণী কন্যার বেশে একেবারে যথাযথ অভিনেত্রী। এ আলোচনার মধ্যেই জনপ্রিয় নেটপ্রভাবী অনালি সেরেজো জাহ্নবীকে ব্যঙ্গ করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেখানেই সম্মতি জানিয়েছেন আরেক অভিনেত্রী সোনম বাজওয়া।

অনালির ভিডিও সামাজিক মাধ্যমে সাড়া ফেলে। অনেক অভিনেতা-অভিনেত্রীকে ব্যঙ্গ করে তিনি ভিডিও ছাড়েন। এই ভিডিওটিও তার অনুরাগীদের চোখে পড়ে। অনালির ভিডিওর মন্তব্য বিভাগে কয়েকটি ইমোজি পোস্ট করেন সোনম। সেই ইমোজি স্পষ্ট বলে দেয়— ভিডিওটি দেখে হেসে গড়িয়ে পড়েছেন সোনমও। সেখান থেকেই সমস্যার শুরু।

জাহ্নবীর অনুরাগীরা একহাত নেন অভিনেত্রীকে। এক নেটিজেন লিখেছেন—সোনমের নিজের দিকে তাকানো উচিত। নিজে অভিনয় কতটা পারেন, অন্য কাউকে নিয়ে মশকরা করার আগে সেটি দেখা উচিত। আরেক নেটিজেন লিখেছেন—আসলে বলিউডের তারকাসন্তান আরেক বহিরাগত কখনো পরস্পরের বন্ধু হতে পারে না।

উল্লেখ্য, ‘পরম সুন্দরী’ সিনেমাতে জাহ্নবী কাপুরের বিপরীতে দেখা গেছে সিদ্ধার্থ মালহোত্রকে। অন্যদিকে সোনমও ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘বাগী ৪’ নিয়ে। এ সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন সোনম বাজওয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য