স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ নভেম্বর : রাজ্যের উপজাতির ছাত্র-ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ তুলে এন এস ইউ আই পক্ষ থেকে বুধবার ইন্দ্রনগর স্থিত পি এফ এম এস অফিস ঘেরাও করা হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ উপজাতি ছাত্র-ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রতিবছর জুলাই বা আগস্ট মাসে প্রদান করা হয়। কিন্তু চলতি বছর প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রীর ছাড়া অন্যান্য সেমিস্টারের কোন উপজাতি ছাত্র-ছাত্রীদের এখন পর্যন্ত পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হয় নি।
এ বিষয়ে জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকের কাছে গিয়ে একাধিকবার স্কলার্শিপ প্রদান করার দাবি জানানো হয়েছে। পরবর্তী সময় জনজাতি কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে দপ্তর ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করে নথিপত্র পি এফ এম এস দপ্তরে পাঠিয়েছে। কিন্তু এখন পিএফএমএস স্কলারশিপ নিয়ে টালবাহানা করছে। তাই এনআইটি, ইকফাই, বিভিন্ন বি এড কলেজের ছাত্রছাত্রীরা এসে বিক্ষোভে শামিল হয়েছে। কিন্তু পিএফএমএস অফিসে এসেছে কাউকে কোন আধিকারিককে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ছাত্র-ছাত্রীরা। এদিকে এন এস ইউ আই নেতা সম্রাট রায় জানান, দূর্গা পূজার আগে থেকেই ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কলার্শিপের দাবি জানানো হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের কোন উদ্যোগ নেই। এ বিষয়ে দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তারপরও জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলার্শিপ মিলছে না। যা একপ্রকার অরাজগতা ছাড়া আর কিছু নয়। আর যদি স্কলার্শিপ ইতিমধ্যে প্রদান করা না হয় তাহলে আগামী দিনে প্রতিবাদ হবে হাজার হাজার ছাত্র ছাত্রীদের সমস্যা নিয়ে বলে জানান তিনি।