স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের হেলদোল নেই, শতাধিক কৃষক দীর্ঘ দুই বছর ধরে তীব্র জল সংকটে ভুগছে। কারণ জলের পাম্প মেশিন বিকল হয়ে পড়ে আছে। তাই জলের দাবিতে পাওয়ার টেইলার মেশিন নিয়ে রাস্তা অবরোধে বসতে বাধ্য হয়েছে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চামপ্লাই এলাকার কৃষকরা।
বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ করে কৃষকরা। কৃষকদের অভিযোগ, শ্রাবণের কাঠ ফাটা রৌদ্রে কৃষি জমি শুকিয়ে চচির। কিন্তু কৃষি জমির জলের সমস্যা সমাধান হচ্ছে না। দুবছর ধরে জলের পাম্প মেশিন বিকল হয়ে পড়ে আছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে এদিন তেলিয়ামুড়া-ঘীলাতলি সড়কে পাওয়ার টেইলার নিয়ে অবরোধে বসে। সকাল আটটা থেকে পথ-অবরোধ শুরু হলেও বেলা বারটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। কৃষকদের আরো অভিযোগ এলাকায় তীব্র জল সংকটে কৃষি কাজ করা যাচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলে তারা বলছে পঞ্চায়েতে অবগত করার জন্য। পঞ্চায়েতে অবগত করা হলে উল্টো সুর চড়িয়ে কৃষকদের বলা হচ্ছে কৃষকদের জল সংকট মে তাতে কি পঞ্চায়েত জলের পাইপ নিয়ে বসে আছে ? গত দু’বছর ধরে এ ধরনের তালবাহানা এবং পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তর কৃষকদের এক প্রকার দুর্ভোগ দিয়ে চলেছে। তাই অবশেষে পাওয়ার মেশিন নিয়ে রাস্তা অবরোধে শামিল হয়েছে বলে জানায় কৃষকরা। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু অবরোধ প্রত্যাহার করাতে আধিকারিকদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। আধিকারিকদের কাছে কৃষকরা দাবী জানায় অবিলম্বে জলের পাম্প মেশিন মেরামত করে জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য।