Friday, December 12, 2025
বাড়িরাজ্যপ্রয়াত হলেন  বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক

প্রয়াত হলেন  বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুলাই :  প্রয়াত হলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত আগরতলা প্রেসক্লাব। বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আগরতলা প্রেসক্লাবের বরিষ্ঠ সদস্য প্রদীপ দত্ত ভৌমিক। রবিবার বিকাল আনুমানিক ৩ টা ৪৫ মিনিটে চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই সংবাদজগৎ -এ শোকের ছায়া নেমে এসেছে।

চার দশকের বেশি সময় ধরে সংবাদজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রদীপ দত্ত ভৌমিক। বহু সম্মানে ভূষিত হয়েছেন। দৈনিক সংবাদ পত্রিকার প্রাণপুরুষ প্রয়াত ভূপেন চন্দ্র ভৌমিকের ভ্রাতুষ্পুত্র ছিলেন তিনি। একনিষ্ঠ সাহসী ভূমিকা নিয়ে আজীবন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রয়াত সম্পাদক ভূপেন চন্দ্র দত্ত ভৌমিকের হাত ধরেই সংবাদ জগতে আসা। তিনি জীবিত থাকা অবস্থায় ৯০ দশক থেকে দৈনিক সংবাদের বার্তা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুর দিন পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে গেছেন। আগরতলা প্রেসক্লাবের যেকোনো কর্মসূচিতে তিনি অংশ গ্রহণ করতেন। যেকোনো সময় তাঁর পরামর্শ চাইলে সঠিক দিশায় পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।ব্যক্তিজীবনে ছিলেন প্রচার-বিমুখ। প্রবীণ নবীন সব

অংশেরর সাংবাদিকদের সঙ্গে অনায়াসে মিশতে পারতেন । মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী,এক পুত্র ও এক কন্যা সহ অগণিত গুণমুগ্ধ। সোমবার দিল্লি থেকে তার দেহ আগরতলা নিয়ে আসা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য