স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুলাই : বনদপ্তরের হাতে লক্ষাধিক টাকার চুরাই কাঠ আটক। জানা যায়, উওর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভার উত্তর হুরুয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চেরাই সেগুন কাঠ বোঝাই গাড়ি আটক করল বন দপ্তরের কর্মীরা। এদিন এই বেআইনি কাঠ পাচারের বিরুদ্ধে অভিযানে নেতৃত্বে ছিলেন উওর জেলার ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক অশোক কুমার , ধর্মনগর মহকুমার রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, চুরাইবাড়ি ফরেস্ট বিটের ইনচার্জ আশুতোষ মালাকার,লালছড়া ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস সহ অনান্যরা ।
বন দপ্তরের এই অভিযানে প্রায় ৭০ ফুট বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার করে বন কর্মীরা। উদ্ধার হওয়া বেআইনি কাঠের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা হবে বলে জানান ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক অশোক কুমার। তিনি আরো জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বন কর্মীদের কাছে আগে থেকে খবর ছিল TR 02 L 1557 নম্বরের একটি বোলেরো গাড়ি করে কিছু কাঠ পাচার হবে। সেই খবরের ভিত্তিতে ভোর চারটা থেকে বনদপ্তরের কর্মীরা উত্তর জেলার বিভিন্ন সড়কের উপর উৎপেতে বসে থাকে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ গাড়িটি কামেশ্বর থেকে কালাছড়া যাওয়ার রাস্তায় কালাছড়া ব্লক রোড সংলগ্ন বনদপ্তরের কর্মীরা গাড়িটিকে দেখে দাঁড়াতে বলে। গাড়ি চালক গাড়ির গতি বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করে।
কিন্তু উত্তর হুরুয়া এলাকায় যেতেই গাড়িতে উল্টে যায়। কিন্তু গাড়ির চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। গাড়ি থেকে প্রায় সত্তর ফুট বিভিন্ন পরিমাপের সেগুন কাঠ উদ্ধার হয়। তারপর ঘটনাস্থল থেকে কাঠ বোঝাই গাড়িটি নিয়ে আসা হয় জেলা বনদপ্তর কার্যালয়ে। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা বলে জানান তিনি । তবে এই কান্ডে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। যদিও বন আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন। তাদের ধারণা উদ্ধারকৃত কাঠগুলি কোনো সংরক্ষিত বনাঞ্চলের। কাঠ মাফিয়ারা অবৈধভাবে মজুদ করে রেখে সুযোগ বুঝে আসামে পাচার করার উদ্দেশ্যে ছিল।

