স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুন : শনিবার গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও ইদ-উল-আযহা অথবা ইদুজ্জোহা পালন করা হয়। রাজধানীর কেন্দ্রীয় ইদগাহ্ শিবনগরে গেদু মিঞা মসজিদ প্রাঙ্গণে সকাল আটটায় ইদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন হজরত মাওলানা আব্দুর রহমান কাশেমী।
এছাড়াও রাজ্যের বিভিন্ন মসজিদ এবং ইদগাহগুলিতেও ইদের নামাজ আদায় করেন ইসলাম ধর্মের মানুষজন। সকাল থেকেই ইসলাম ধর্মের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইদ মানেই আনন্দ, ইদ মানেই আলিঙ্গন, ইদ মানেই একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া।