স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মে :কৃষির অগ্রগতির জন্য আগামীকাল অর্থাৎ ২৯ মে থেকে শুরু করা হবে বিকশিত কৃষি সংকল্প অভিযান। ১২ জুন পর্যন্ত সারাদেশের সাথে ত্রিপুরা রাজ্য এই অভিযান চলবে। ৮৬৪ টি জায়গায় এই অভিযান চলবে। প্রত্যেক জেলায় তিনটি কমিটি করা হয়েছে। প্রত্যেকদিন তিনটি করে দুই শতাধিক কৃষকদের নিয়ে বৈঠক করা হবে।
প্রথম বৈঠক হবে সকাল ৯ টা থেকে এগারোটা, দ্বিতীয় বৈঠক হবে বারোটা থেকে দুইটা এবং তৃতীয় বৈঠক হবে দুপুর তিনটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। প্রতিটি বৈঠকে কৃষি দপ্তর, উদ্যান দপ্তর, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন। প্রত্যেক জেলা তিনটি কমিটির মধ্যে প্রত্যেক কমিটির সাথেই একটি করে রথ থাকবে। এই রথে বিভিন্ন প্রকল্পের উল্লেখ থাকবে। তৎসঙ্গে কেন্দ্র এবং রাজ্যের প্রচার পত্রিকা বিলি করা হবে।
বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বিশ্রামগঞ্জ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এবং বিভিন্ন জায়গায় এই কার্যক্রমে মন্ত্রী, বিধায়ক, এমডিসি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বুধবার মহাকরণে কৃষিমন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। তিনি বলেন, খাদ্য নিরাপত্তার জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে কৃষি স্বয়ম্বর রাজ্য করতে ত্রিপুরায় এ কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। এই কার্যক্রমের মধ্যে থাকবে কিভাবে মাটি ছাড়া কৃষিকাজ করা যায়, ড্রোনের মাধ্যমে কিভাবে ফসলের উপর সার দেওয়া যায় ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। গোটা কার্যক্রমের মাধ্যমে আধুনিক ভাবে কৃষি কাজে বিষয়ে অবগত করা হবে। এছাড়া আধুনিক ফসল কিভাবে উৎপাদন করা যায় সে বিষয়ে কৃষকদের অবগত করা হবে। এর সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পশুপালন ও মৎস্য চাষের বিষয়ে অবহিত করা হবে কৃষকদের। মন্ত্রী আরও জানান রাজ্যের ৫৮ টি ব্লকের মধ্যে ৩০ টি ব্লক খাদ্যে স্বয়ংভর। আগামী দু বছরের মধ্যে বাকি ২৮ টি ব্লকের মধ্যে দশটি ব্লক স্বয়ম্বর করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী।

