স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে : সামান্য দুটি আম পারাকে কেন্দ্র করে প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত এক মহিলা। ঘটনা নতুন বাজার থানাধীন যতনবাড়ি রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায়। ঘটনা সুষ্ঠু বিচার চেয়ে নতুন বাজার থানায় মামলা দায়ের করল আক্রান্ত ঐ মহিলা।
ঘটনা বিবরণে জানা যায়, রবিবার দুপুরে যতনবাড়ি রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় গাছ থেকে আম পাড়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এলাকার সুধীর সরকারের স্ত্রী বুলন সরকার অভিযোগ করেন যে উনার নাতি আম পারার জন্য গাছে উঠলে প্রতিবেশীর নারায়ণ মন্ডল ও উনার মা বিনা মন্ডল গাছে থাকা নাতিকে বাঁশ দিয়ে আঘাত করে। বিষয়টি প্রতিবাদ করতে এগিয়ে আসলে বুলন সরকারের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ।
তিনি আরো অভিযোগ করেন প্রতিবেশীর নারায়ন মন্ডল উনাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। তাই তিনি উক্ত ঘটনা সুষ্ঠু তদন্ত চেয়ে রবিবার বিকেলে যতন বাড়ি ফাড়িতে মামলা দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি দেখে সোমবার সকালে আক্রান্ত মহিলা পুনরায় নতুন বাজার থানায় এসে সুষ্ঠু তদন্ত দাবি করেন।

