স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মার্চ : রাজন্যকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্রিপুরা রাজ্যে সুদীর্ঘকালের বসন্ত উৎসব উদযাপনের ঐতিহ্য রয়েছে। রাজঅন্দরে যেমন হোলি বসন্তের উৎসব হতো, তেমনি গ্রাম পাহাড়েও সমান্তরালভাবে বসন্ত উৎসব উৎযাপন হতো। যা আজও বহমান। এইবছর রাজ্য ভিত্তিক বসন্ত উৎসব উৎযাপন করা হবে ৩০ মার্চ। আগরতলা বেসিক ট্রেনিং কলেজের প্রাকৃতিক উদ্যানে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শুরুতেই ২৫০ জন শিল্পী নিয়ে বসন্তের গান দিয়ে শুরু হবে। উদ্বোধনী সংগীতও নৃত্যনুষ্ঠানের আয়োজন করা হবে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের ঘোষণা দেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি বলেন, রাধাকৃষ্ণের যুগল মিলনকে কেন্দ্রকরেই মনিপুরীরা যুগযুগ ধরে বসন্ত উৎসব করে আসছে। তাই ধর্মপ্রাণ কৃষ্ণ ভক্ত মনিপুরীদের হোলির গানও পরিবেশিত হবে। এই উৎসব অনুষ্ঠান সকলের নজর কাড়বে।
তাছাড়া থাকছে সাঁওতালিদের ঝুমুর নৃত্য, রিয়াং সম্প্রদায়ের হজাগিরি, বাঙালিদের ধামাইল, মগ সম্প্রদায়ের সংগ্রাই নৃত্য ত্রিপুরীদের মামিতা নৃত্য। থাকছে সরাসরি পেইন্টিং এবং স্বসহায়ক দলের উৎপাদিত হস্ত তাঁত ও হস্ত কারু শিল্পের পণ্য সামগ্রির ষ্টল এবং ফুড কোর্ট। এছাড়া, রাজ্যের শিল্পীদেরএকক সংগীতের পাশাপাশি থাকবে কলকাতার বিশিষ্ট শিল্পী সুদেষ্ণা স্যানাল রুদ্র এবং বিশ্বরূপ রুদ্রের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলি পাঁচটি পৃথক মঞ্চে একই সময়ে অনুষ্ঠিত হবে। সকলের কাছে এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।