স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২০ জানুয়ারি : ঘোষণা করা হল প্রদেশ বিজেপি -র সাংগঠনিক ১০ টি জেলার নব নির্বাচিত জেলা সভাপতিদের নাম। তারপর সোমবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির ১০ টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির প্রভারি রাজদীপ রায়। তিনি জানান ১০ টি সাংগঠনিক জেলার জেলা সভাপতি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছিল ৭৪ জন। তারমধ্যে স্ক্রুটিনীর পর ৩৭ টি মনোনয়ন পত্র বৈধ হিসাবে গণ্য করা হয়। তারপর জেলা সভাপতি নির্বাচন করা হয়।
উত্তর জেলার সভাপতি হলেন কাজল কুমার দাস, ঊনকোটি জেলার সভাপতি হলেন বিমল কর, ধলাই জেলার সভাপতি হলেন পতিরাম ত্রিপুরা, খোয়াই জেলার সভাপতি হলেন বিনয় দেববর্মা, সদর জেলা গ্রামীণ এলাকার সভাপতি হলেন গৌরাঙ্গ ভৌমিক, সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি হলেন অসিম ভট্টাচার্য, সিপাহীজলা উত্তরের সভাপতি হলেন বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা দক্ষিনের সভাপতি হলেন উত্তম দাস, গোমতী জেলার সভাপতি হলেন সবিতা নাগ এবং দক্ষিন জেলার সভাপতি নির্বাচিত হলেন দিপায়ন চৌধুরী। তিন বছর অন্তর অন্তর ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি পদের নির্বাচন হয়। নতুন চিন্তাধারা নিয়ে এবং নতুন ব্যক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা নিয়ে নির্বাচন সম্পন্ন হয়। দুই সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি নির্বাচন হয়।
তারপর মন্ডল সভাপতি এবং পরে আজকে দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাম ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, ২০১৮ সালের আগে ত্রিপুরা পিছিয়ে পড়া রাজ্য ছিল। কিন্তু শাসনতান্ত্রে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরা দেশে দশটি রাজ্যের মধ্যে একটি উন্নত রাজ্য। এইদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি প্রভারি রাজদীপ রায়, প্রদেশ বিজেপির রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেব সহ অন্যান্যরা। এইদিন প্রদেশ বিজেপির ১০ টি সাংগঠনিক জেলার নবনির্বাচিত জেলা সভাপতির নাম ঘোষণা করার পর নব নির্বাচিত জেলা সভাপতিদের নিয়ে আনন্দে মেতে উঠে বিজেপি দলের কর্মী সমর্থকরা।