স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ জানুয়ারিঃ সইফ আলি খানকে ছুরির কোপ। নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত সইফকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ওই দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।
মুম্বইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সইফ। এই আবাসনেই থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কপূর। সইফদের সঙ্গে থাকেন তাঁর দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ্। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুষ্কৃতী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এবং তাঁর পরিবারের অন্য সদস্যেরা। আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতী।
ইতিমধ্যেই বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, “সইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, না কি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।” অভিনেতার টিমের তরফে একটি বিবৃতি দিয়ে সংবাদমাধ্যম এবং অনুরাগীদের শান্ত থাকার আর্জি জানানো হয়েছে। বলা হয়েছে, সইফ কী রকম থাকলেন, তা সময়ে সময়ে জানানো হবে।
লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নীরজ উত্তমানি জানান, ভোর সাড়ে ৩টে নাগাদ সইফকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ। সইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করা হচ্ছে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। নিউরো সার্জন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জেন লীনা জইন এবং অ্যানাস্থেশিওলজিস্ট নিশা গান্ধী সইফের অস্ত্রোপচার করার দায়িত্বে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পরই বলা যাবে ক্ষত কত গভীর।
ঘটনাচক্রে, ঠিক বছরখানেক আগে এই জানুয়ারিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন সইফ। সে সময় তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুটিং করতে গিয়ে হাঁটু এবং কনুইয়ের পুরনো আঘাত বেড়ে যায়। অসহ্য যন্ত্রণা শুরু হতেই ভর্তি করানো হয় হাসপাতালে। সে সময় তাঁর অস্ত্রোপচারও হয়েছিল।