স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৪ জানুয়ারি : মঙ্গলবার রাজধানীর নতুন নগর এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এক নতুন শাখার উদ্বোধন হয়। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা নয়া শাখার উদ্বোধন করেন। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরার উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ করছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।
এবং ত্রিপুরার বিকাশের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বড় ভূমিকা রয়েছে। মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য শহর এবং গ্রামে তাদের বহু শাখা রয়েছে। আধুনিক পরিষেবা দিয়ে বর্তমানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বিভিন্ন পুরস্কার অর্জন করেছে। মঙ্গলবার যে শাখার উদ্বোধন হয়েছে সে শাখাটিও আগামী দিন ত্রিপুরার প্রগতিতে শামিল হবে। আরো বলেন, নয়া উদ্বোধন হওয়া শাখায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সব ধরনের আধুনিক পরিষেবা রয়েছে। আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।