স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ ডিসেম্বরঃ বেআইনি অনুপ্রবেশকারীদের নিজেদের দেশে ফেরত পাঠানো ছিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের একটি বড় হাতিয়ার। ট্রাম্প বরাবর দাবি করে এসেছেন যে, বর্তমান বাইডেন সরকার অনুপ্রবেশকারীদের অত্যন্ত সহজে আমেরিকায় প্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন। নির্বাচনে জেতার পরে ট্রাম্প এ-ও বলেছিলেন যে, এই ‘ভেঙে পড়া’ জাতীয় সুরক্ষা ব্যবস্থাকে ঠিক করতে তিনি ২০২৫ সালের মধ্যে বিশাল সংখ্যক অনুপ্রবেশকারীদের দেশ থেকে ‘বিতাড়িত করবেন’।
কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক অনুপ্রবেশকারীদের ফেরত পাঠিয়েছে আমেরিকা। এবং সেটা করেছে বাইডেন সরকার-ই। ১৯২টি দেশের, ২ লক্ষ ৭০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছে আমেরিকার ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ দফতর। ফেরত পাঠানো অনুপ্রবেশকারীর এই সংখ্যাটি গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ, এবং এই ১০ বছরের মধ্যেই ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন চার বছর। অর্থাৎ ট্রাম্প জমানার যে কোনও একটি বছরে ফেরত পাঠানো অনুপ্রবেশকারীর সংখ্যা বাইডেন জমানার শেষ বছরে ফেরত পাঠানো অনুপ্রবেশকারীর সংখ্যার থেকে কম।
যে সব অনুপ্রবেশকারীকে আমেরিকা এ বছর ফেরত পাঠাচ্ছে, তাঁদের মধ্যে দেড় হাজার ভারতীয়। ট্রাম্পের জমানায়, ২০২০ সালে, ফেরত পাঠানো ভারতীয় অনুপ্রবেশকারীর সংখ্যা ছিল ২৩১২। আমেরিকায় ভারতের থেকে আসা অনুপ্রেবেশকারীর সংখ্যা এখন তৃতীয়, মেক্সিকো আরগুয়াতেমালার পরেই। এখন ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ দফতরের কাছে ১৫ লক্ষ ফেরত পাঠানোর জন্য অনুপ্রবেশকারীর যে তালিকা আছে, তার মধ্যে ১৮ হাজার ভারতীয়। ফলে এ দেশে তাঁদের বসবাসের পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক। তার উপরেভাবী প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি অনেকেরই চিন্তা বাড়াচ্ছে।