Wednesday, December 11, 2024
বাড়িরাজ্যঊনকোটি জেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

ঊনকোটি জেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : বুধবার ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা হাসপাতালের সম্মুখে এক বিক্ষোভ প্রদর্শন সংগঠিত করে। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন স্বাস্থ্য কর্মীরা জানান, জানান, গত ৫ ডিসেম্বর রাতে ঊনকোটি জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা বর্তমান ঊনকোটি জেলা পরিসদের বিজেপি দলের নির্বাচিত সদস্য শ্যামল দাস সহ মোট তিনজন জেলা হাসপাতালের ভিতরে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক ধ্রুপদ দাসের সাথে অশ্লীল আচরণ করে, এমনকি চিকিৎসককে মারধর করে।

পরবর্তী সময়ে আক্রান্ত চিকিৎসকের পক্ষ থেকে কৈলাসহর থানায় মামলা করা হলে পুলিশ মামলাটি রেজিষ্ট্রি করে তদন্তে নেমে ৬ ডিসেম্বর দুপুরে শ্যামল দাস সহ মোট তিন জনকেই পুলিশ আটক করে আদালতে প্রেরণ করেন। পরবর্তী সময়ে ছয় ডিসেম্বর সন্ধ্যায় আদালত থেকে আক্রমণ কারী তিনজনই জামিনে মুক্তি পেয়ে যায়। আদালত থেকে আক্রমণ কারীরা জামিনে মুক্ত হওয়ায় সাত ডিসেম্বর ঊনকোটি জেলা হাসপাতালের সমস্ত চিকিৎসকরা ঊনকোটি জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে কৈলাসহর থানার পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে বলে যে, পুলিশের দুর্বল ধারার জন্যই আক্রমণ কারীরা জামিন পেয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশের দুর্বল ধারার প্রতিবাদে বুধবার ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও আন্দোলনে নেমে পড়েছে। স্বাস্থ্যকর্মীরা জানান, অবিলম্বে যদি কখনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ঊনকোটি জেলার ডাক্তার আক্রমণ নিয়ে আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য