Wednesday, December 11, 2024
বাড়িরাজ্যএনইসি বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রস্তুতি দেখলেন...

এনইসি বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রস্তুতি দেখলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ ডিসেম্বর: আগামী ২১ ডিসেম্বর ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ ইস্টার্ন কাউন্সিল (এনইসি) এর ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন। আর এই অধিবেশনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানী আগরতলার একাধিক জায়গা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বৈঠকের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্যালেস ও প্রজ্ঞাভবন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, এনইসি’র বৈঠকে অংশগ্রহণ করতে আগামী ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন ত্রিপুরায় অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে উজ্জয়ন্ত প্যালেসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এজন্য আমরা আধিকারিকদের সাথে এখানে যাবতীয় কাজকর্ম ও প্রস্তুতি খতিয়ে দেখেছি। আমরা পূর্ণাঙ্গ অধিবেশন স্থলের যাবতীয় ব্যবস্থাপনাও পর্যালোচনা করেছি। বৈঠকে যোগ দিতে এনইসি চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০ ডিসেম্বর আসবেন এবং অধিবেশন হবে ২১ তারিখে।”

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, এই সময়ে নর্থ ইস্টার্ন-স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (এনই-এসএসি) এর বৈঠকও অনুষ্ঠিত হবে। তিনি জানান, এটা সত্যিই আমাদের জন্য বড় খবর।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মুখ্যসচিব সহ উচ্চপদস্থ আধিকারিকগণ অধিবেশনে উপস্থিত থাকবেন। এই অঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প নিয়ে অধিবেশনে আলোচনা হবে। আর এটা সত্যিই আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত।

এর পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানির সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের বিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সম্প্রতি মহারাষ্ট্রে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আমি  মুকেশ আম্বানি এবং তাঁর ছেলে অনন্ত আম্বানির সাথে সাক্ষাত করেছি৷ আমি তাঁদের ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। এবিষয়ে তাঁরা গভীর আগ্রহ দেখিয়েছেন এবং ত্রিপুরায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব সহসাই রিলায়েন্স গ্রুপের একটি টিম রাজ্য সফরে আসবে। আমাদের আলোচনা খুবই ইতিবাচক ছিল এবং আমি তাদের সফর সম্পর্কে খুবই আশাবাদী।

এদিন পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, শিল্প বানিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য