বিলোনিয়া (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রেও বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার। তাহলে ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকারের আমলে গ্রামেগঞ্জে শহরে কাজ নেই, খাদ্যের অভাব। বাম আমলে যে রেগাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই রেগার কাজ মুখ থুবড়ে পড়ার মত অবস্থা। বিলোনিয়া পুরাতন টাউন হলে মঙ্গলবার আয়োজিত প্রকাশ্য সমাবেশে বিজেপি জোট সরকারকে এই ভাবে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পুলিটব্যুরোর সদস্য মানিক সরকার।
মানিক সরকার আরও বলেন, মিসকলে চাকরির প্রতিশ্রুতিতে বেকার যুবকরা বিভ্রান্ত হয়ে যে সরকারকে ১৮ সালে এনেছে এখন বেকাররা কাজ পাচ্ছে না। বহিঃরাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে বেকার যুবকরা। শুধু যুবকরা নয় বর্তমানে মেয়েরাও কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে বহিঃরাজ্যে। বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ করার কোন উদ্যোগ নিচ্ছে না। আন্দোলন করলে কাঁদানে গ্যাস লাঠিপেটা সহ গলা ধাক্কা খেতে হচ্ছে। কৃষকরা ফসল ফলাতে পারছে না। বিদ্যুৎ নেই, সেচ নেই বিদ্যালয়গুলিতে শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই। অনাহারে মৃত্যুতো হচ্ছে পাশাপাশি সন্তান বিক্রি হচ্ছে। তিনি জানান, রাজ্যের এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দূর্গাপূজার দশমীতে আগরতলা শহরের কেন্দ্রস্থলে ঢাকঢোল পিটিয়ে বাজনা বাজিয়ে ফুর্তি করছে মন্ত্রীরা। বোঝার উপায় নাই, রাজ্যের পরিস্থিতি কি হয়েছে।
দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিলোনিয়া পুরাতন টাউন হলের আয়োজিত হয় দুই দিনব্যাপী সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সন্মেলন। ১০- ১১ ডিসেম্বর চলবে এই সন্মেলন। বিজেপি জোট সরকারের আমলে এই প্রথমবারের মতো সিপিআইএম বিলোনিয়াতে শক্তি প্রদর্শন করল সন্মেলনকে সামনে রেখে। সন্মেলনের শুরুতে দুই দিক থেকে দুটি মিছিল এসে মিলিত হয় সমাবেশ স্থলে। সিপিআইএম নেতা বিজয় তিলককে সভাপতি করে শুরু হয় সম্মেলনের কাজ।
প্রকাশ্য সমাবেশ আলোচনা রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারা যদি লড়াই না করেন এ সরকারের দৃষ্টিতে যদি এগুলি না নিয়ে যান, চাপ সৃষ্টি না করেন তাহলে সমস্যা সমাধান হবে না। এ সমস্যাগুলি শুধু একা সিপিআইএমের সমস্যা না, দল মত নির্বিশেষে সাধারণ মানুষের সমস্যা । এ সমস্যাগুলির কথা তাদেরকে শুনতে বাধ্য করুন। বাধ্য করার জন্য লড়াই চাই সংগ্রাম চাই। একদিনের মিছিল করে থেমে থাকলে চলবে না। ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে হবে বলে আহ্বান জানান মানিক সরকার।
এদিনের প্রকাশ্য সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর, সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুধনন দাস, বিধায়ক অশোক মিত্র ও বিধায়ক দীপঙ্কর সেনসহ অন্যান্য নেতৃত্বরা। প্রকাশ্য সমাবেশের পরই বিলোনিয়া পুরাতন টাউন হলে শুরু হয় দুই দিনের সম্মোলনের কাজ।