স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : গত ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে নারিকেল কুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪ -এর শুভ সূচনা হয়। সমগ্র মহাকুমার থেকে এই অনুষ্ঠানে ২৫ হাজার মানুষ অংশ নেয়। গত ৯ ডিসেম্বর নীরমহলে দ্বিতীয় অনুষ্ঠানটি হয়। সেখানেও হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লাইটের সাউন্ড শো প্রমো ফেস্ট উপলক্ষে চালু হয়েছে।
কিন্তু প্রোমো ফেস্টের প্রধান ধাপ আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এই অনুষ্ঠান। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের কিংবদন্তি সংগীত শিল্পী শ্রেয়া গোসাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিন এক ঐতিহাসিক জনসমাগম লক্ষ্য করা যাবে। মঙ্গলবার গীতাঞ্জলি গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ১৪ ডিসেম্বর মূল অনুষ্ঠানের জন্য দফায় দফায় প্রশাসনিক ভাবে বৈঠক হয়েছে। অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মঙ্গলবারও এক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠান দেখার জন্য রাখা হবে এন্টি পাসের ব্যবস্থা। পাস নিতে কাউকে কোন ধরনের টাকা দিতে হবে না।
তিন ধরনের এন্টি পাস থাকবে। তিন ধরনের পাসের রং তিন রকমের হবে। সেই রং -এর সাথে মিলিয়ে প্রবেশের গেট থাকবে। সেই গেট দিয়ে দর্শকদের আস্তাবল ময়দানে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো জানিয়ে ১১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট দপ্তর থেকে পাস ইস্যু করা যাবে। তারপরেও কেউ যদি অর্থের বিনিময়ে পাস বিক্রি করার চেষ্টা করে সাথে সাথে যাতে দপ্তরকে এবং পুলিশকে জানায়। কারণ সরকারি অনুষ্ঠানে পয়সার বিনিময়ে পাস বিলি করা হয় না বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ আরক্ষা দপ্তরের আধিকারিক।